ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পিরোজপুরে বাস মালিক সমিতির ২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত: ০৮:৫৬, ৬ অক্টোবর ২০১৯

 পিরোজপুরে বাস  মালিক সমিতির  ২৪ কোটি টাকা  আত্মসাতের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ৫ অক্টোবর ॥ পিরোজপুর বাস মালিক সমিতির ২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সমিতির সদ্য সাবেক সভাপতির বিরুদ্ধে সাংবাদ সম্মেলন করেছে মলিক পক্ষ। শনিবার দুপুরে পিরোজপুর শহরে কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ সম্বলিত লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ ও ভুক্তভোগী বাস মালিক নিজাম উদ্দিন মোল্লা। সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য বাবুল হালদারের স্বাক্ষরিত লিখিত বক্তব্যে পিরোজপুর বাস মালিক সাবেক সভাপতি মসিউর রহমান মহারাজের ব্যপক দুর্নীতি ও চাঁদাবাজির খতিয়ান তুলে ধরা হয়। এ সময় সাংবাদিকদের সামনে নানা খাত থেকে ২৪ কোটি টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন মালিকরা। দীর্ঘ নয় বছর সাবেক এমপি এ কে এম এ আউয়ালের ছোট ভাই মসিউর রহমান মহারাজের শারীরিক ও মানুষিক অত্যাচারের চিত্র তুলে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন বেশ কয়েকজন মালিক। লিখিত বক্তব্যের মাধ্যমে জানা যায়, মালিকদের গাড়ি সরাসরি রোটেশন বিক্রি, কোঠা ভাড়া দিয়ে টাকা আদায়, গাড়ি বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ থেকে টাকা আদায়, বিভিন্ন ফেরি ঘাট থেকে অবৈধভাবে চাঁদা আদায়, সমিতির নামে দূরপাল্লার গাড়ি থেকে চাঁদা নেয়া, শ্রমিকদের নামে ও সমিতির গাড়ি ও পরিবহন থেকেও নেয়া হয় চাঁদা। এ সব কাজে মসিউর রহমান মহারাজকে সহযোগিতা করেছেন সিনিয়র সহ-সভাপতি, আলতাফ হোসেন নান্না, সহ-সভাপতি রফিকুল ইসলাম গাজী, সাংগঠনিক সম্পাদক নূরুল হক খোকন, কোষাধ্যক্ষ রিপন দাসসহ কিছু দালাল চক্র।
×