ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে কারের ধাক্কায় নিহত দুই

প্রকাশিত: ০৮:৫৫, ৬ অক্টোবর ২০১৯

বরিশালে কারের ধাক্কায় নিহত দুই

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রাইভেট কারের ধাক্কায় এক নারীসহ ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছে। শনিবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুর বাজার সংলগ্ন এ ঘটনা ঘটেছে। নিহতরা হলো-নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি এলাকার ভাড়াটিয়া বাসিন্দা এবং ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ গ্রামের মিজান জমাদ্দারের পুত্র হাসেম জমাদ্দার (৪০) ও নগরীর এয়ারপোর্ট থানাধীন বাড়ৈখালী গ্রামের বাসিন্দা আব্দুর রব হাওলাদারের স্ত্রী সালেহা বেগম (৫৫)। ঘটনার পর পরই স্থানীয়দের সহযোগিতায় ঘাতক প্রাইভেট কার ও তার চালককে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। আটককৃত চালক মশিউর রহমান (৩৮) খুলনার খালিশপুর বড়বয়ড়া এলাকার শেখ শাহজাহান আলীর পুত্র। এয়ারপোর্ট থানার এএসআই আব্দুস সালাম জানান, প্রাইভেট কারটি পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের অদূরে কাশিপুর বাজার সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে যাত্রী সালেহা বেগম এবং চালক হাসেম জমাদ্দার গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সাহেলা বেগমকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত হাসেমকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। দিনাজপুরে দুই যুবক স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, দিনাজপুরের বিরল উপজেলার পল্লীতে সড়ক দুর্ঘটনায় সঞ্জিত রায় ও মিন্টু চন্দ্র রায় নামে দুই যুবক নিহত হয়েছে। এ সময় সোহাগ রায় নামে অপর এক যুবক গুরুতর আহত হয়। শুক্রবার রাতে বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নের চনকালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সঞ্জিত রায় (১৫) বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নের হাসিলা গ্রামের গয়নাথ রায়ের ছেলে, মিন্টু চন্দ্র রায় (১৬) একই গ্রামের হরিদাস রায়ের ছেলে ও আহত সোহাগ রায় (১৬) একই গ্রামের সন্তোষ রায়ের ছেলে। বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শুক্রবার রাতে মোটরসাইকেল নিয়ে তিন যুবক বিরল উপজেলার বিভিন্ন মন্ডপে পূজা দেখে বেড়াচ্ছিল। চনকালী গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হয়। তাদের দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সঞ্জিত ও মিন্টু মারা যায়। সোহাগ রায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আড়াইহাজারে শিশু স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, আড়াইহাজারে কদমীরচর-নয়াগাঁও সড়কের ট্রাক্টরের চাপায় আবু ছাঈদ (৮) নামে এক শিশু নিহত হয়েছে। সে স্থানীয় কালাপাহাড়িয়া ইউপির কদমীরচর এলাকার বাছেদ মিয়ার ছেলে। শুক্রবার সন্ধ্যায় কদমীরচর-নয়াগাঁও সড়কের কদমীরচর এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার পর চালক ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। সড়ক পারাপারের সময় দ্রুতগতির ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে তার মাথার একাংশ থেঁতলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নীলফামারীতে সাইকেল আরোহী স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, অসুস্থ মেয়ের সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বাইসাইকেল আরোহী জহির উদ্দিন (৫৫)। শুক্রবার রাত ৯টায় জেলা সদরের বাবরীঝাড়-পঞ্চপুকুর সড়কের বাবরীঝাড় চৌপথি মোড়ে এই ঘটনা ঘটে। নিহত জহির পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী ধনীপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান সরকার বলেন,ঘটনার দিন বিকেলে পাশের এলাকা চাপড়াসরমজানি ইউনিয়নের বাবরীঝাড় গ্রামে অসুস্থ বড় মেয়ে লাবলীকে দেখতে যায়। সেখানে মেয়ে জামাইয়ের বাড়িতে রাতের খাবার খেয়ে জহির উদ্দিন বাইসাইকেলে নিজ বাড়ি ফিরছিল। পথে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মেহেরপুরে কৃষক সংবাদদাতা মেহেরপুর থেকে জানান, মেহেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আক্তার হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাওট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, শনিবার বেলা ১২ টার দিকে শেরপুর জেলা থেকে মসুর ও কলাই মাড়া মেশিন কিনে ফেরার সময় গাংনী উপজেলা বাওট বাজার এলাকায় পৌঁছলে মেহেরপুর থেকে সবজি বোঝাই একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দিলে কৃষক আক্তার হোসেন নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত আক্তার হোসেন এ উপজেলার হিজলবাড়ীয় গ্রামের আবুল হোসেনের ছেলে। সাতক্ষীরায় মোটর সাইকেল চালক স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১২ জন। শনিবার দুপুরে কালিগঞ্জ উপজেলা সদরের একটি পেট্রোলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম কাজী সাইদুর রহমান (৫৬) । তিনি উপজেলার মৌতলা গ্রাামের কাজী এমদাদ হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জে উপজেলা সদরের একটি পেট্রোলপাম্প থেকে তেল নিয়ে মোটরসাইকেল চালক সাইদুর রাস্তা পার হওয়ার সময় সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক সাইদুর। এরপর তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার ধারে একটি গাছের গায়ে ধাক্কা লাগে। এতে বাসে থাকা কমপক্ষে ১২ যাত্রী আহত হন। এর মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তেঁতুলিয়ায় শিশু স্টাফ রিপোর্টার পঞ্চগড় থেকে জানান, তেঁতুলিয়ার ভজনপুর এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিশু নিহত ও শিশুটির বাবা গুরুতর আহত হয়েছেন। চালক বাসটিকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এ সময় বাসের ভেতরে থাকা ৬ যাত্রী আহত হন। বাসের চালক ও হেলপার দুজনেই পালিয়ে যায়। আহতদের মধ্যে মোটরসাইকেল চালক রবিউল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানায়, শনিবার বেলা সাড়ে ১১টায় তেঁতুলিয়া উপজেলার সাতমেড়া গ্রামের পাথর ব্যবসায়ী রবিউল ইসলাম মেয়ে রিসা আক্তারকে (৬) মোটরসাইকেলে করে ভজনপুর বাজার থেকে গ্রামের বাড়ি ফিরছিল। এসময় তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাস তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
×