ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার

প্রকাশিত: ০৮:৫৩, ৬ অক্টোবর ২০১৯

 নোয়াখালীতে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, নোয়াখালী, ৫ অক্টোবর ॥ দ্বীপ উপজেলা হাতিয়ায় শনিবার সকাল থেকে স্বেচ্ছাশ্রমে পৌরসভার মধ্যে জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করা হয়। পৌর মেয়র একেএম ইউছুপ আলী হাতিয়া উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কের পাশে অবস্থিত খালের মধ্যে ময়লা-আবর্জনা পরিষ্কারের এ কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া শহর বণিক কল্যাণ সমিতির সভাপতি আবদুল্লাহ আল মামুন,সাধারণ সম্পাদক সুমন ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। হাতিয়া পৌরসভার মধ্যে অবস্থিত প্রধান সড়কের পাশে খালটি দীর্ঘদিন বিভিন্ন হোটেল ও দোকানের ময়লা পড়াতে অনেকটা ভরাট হয়ে যায়। এতে পৌরসভার বিভিন্নস্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সম্প্রতি উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদাউশ খাল পরিষ্কারের নির্দেশ দেন। সংসদ সদস্যের নির্দেশে দোকান মালিকরা নিজেদের উদ্যোগে এ খাল পরিষ্কারের সিদ্ধান্ত নেন। এ মোতাবেক শনিবার সকাল থেকে খাল পরিষ্কার কর্মসূচী শুরু হয় । বরিশালে রাস্তা সংস্কার স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের করিম বাজার থেকে দপাইরপাড়ের তিন কিলোমিটারের বেহাল কাঁচা রাস্তাটি শুক্রবার সকাল থেকে দিনভর এলাকার যুবকদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ করা হয়েছে। দপাইরপাড় গ্রামের শঙ্কর বিশ্বাস, স্বপন বিশ্বাস, মিথুন বিশ্বাসসহ একাধিক বাসিন্দারা ক্ষোভের সঙ্গে বলেন, রত্নপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বারপাইকা গ্রামের করিম বাজার থেকে দপাইরপাড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং কয়েক হাজার বাসিন্দারা যাতায়াত করেন। তাদের কাদা দিয়ে পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে। এসব গ্রামের কেউ অসুস্থ হয়ে পরলে কিংবা গর্ভবতী মায়েদের হাসপাতালে নিতে গেলে মহাদুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘ ২৫ বছর ধরে এই রাস্তায় কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। তারা আরও জানান, চেয়ারম্যান ও মেম্বাররা ভোটের সময় আসলে জনগুরুত্বপূর্ণ রাস্তাটি পাকা করণের জন্য নানা প্রতিশ্রুতি দিয়ে গেলেও ভোটের পর আর তাদের দেখা মেলে না। বর্তমানে হিন্দু ধর্মের সর্ববৃহত উৎসব দুর্গাপূজায় মানুষের চলাচল করতে না পরায় এলাকার যুবকরা নিজ উদ্যোগে বালুর বস্তা দিয়ে স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করছেন। রত্নপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মোঃ আজিজুল ইসলাম বলেন, হিন্দু অধ্যুষিত এলাকার এ রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ইউনিয়ন পরিষদের সভায় রাস্তাটি পাকাকরণের জন্য একাধিকবার বলেছি।
×