ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হাওড় বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৮:৫১, ৬ অক্টোবর ২০১৯

 হাওড় বাঁচাও  সুনামগঞ্জ বাঁচাও  আন্দোলনের  সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ৫ অক্টোবর ॥ বোরো চাষীদের বিনামূল্যে সার, বীজ, কীটনাশকসহ যাবতীয় কৃষি উপকরণ সরবরাহ ও বিনাসুদে কৃষিঋণ প্রদান, সঠিকভাবে কাজ সম্পাদনকারী পিআইসিদের চূড়ান্ত বিল পরিশোধ, প্রকৃত বোরো চাষীদের তালিকা প্রনয়ণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘হাওড় বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’। শনিবার দুপুর ১২টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক বিজন সেন রায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৭ সালের হাওড় বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে সরকার কৃষকবান্ধব নীতিমালা প্রনয়ণসহ নানামুখী কর্ম পরিকল্পনা গ্রহণ করে। যার ফলে কৃষকের উৎপাদন বাড়ে। কিন্তু ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় ক্ষতিরমুখে পড়তে হয়েছে কৃষকদের। ফলে আগামী বোরো মৌসুমে জেলার প্রায় সোয়া দুই লাখ হেক্টর বোরো জমি আবাদ করার সামর্থ নেই বোরো চাষীদের। তাদের বাঁচিয়ে রাখতে সার, বীজ, কীটনাশকসহ যাবতীয় কৃষি উপকরণ প্রণোদনা প্রদানের দাবি জানানো হয়। নীতিমালা যেসব পিআইসি সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করেছে তাদের শেষ কিস্তির টাকা পরিশোধ করা হয় সাংবাদ সম্মেলনে।
×