ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে দুধকুমারের অব্যাহত ভাঙ্গনে দুই শতাধিক বাড়ি বিলীন

প্রকাশিত: ০৮:৪৮, ৬ অক্টোবর ২০১৯

 কুড়িগ্রামে দুধকুমারের অব্যাহত ভাঙ্গনে দুই  শতাধিক বাড়ি বিলীন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ গত কয়েক দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে দুধকুমার নদীর পানি বৃদ্ধির সঙ্গে বেড়েছে ভাঙ্গনও। গত দুই সপ্তাহের অব্যাহত ভাঙ্গনে উপজেলার পাইকেরছড়া , চরভুরুঙ্গামারী ও সোনাহাট ইউনিয়নের দুই শতাধিক বাড়ি ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের মুখে পড়েছে চরভুরুঙ্গামারী ইউনিয়নের ঐতিহ্যবাহী ইসলামপুর জামে মসজিদ, কবরস্থান ও ঈদগাহ মাঠ। অপরদিকে সোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া গ্রামে চৌধুরী বাজার সংযোগ সড়কটিও ভেঙ্গে গেছে। ইতোমধ্যে উপজেলার চরভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামটিতে যাওয়ার একমাত্র বাঁধটির অধিকাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন জানান, তার বসতভিটাসহ গত তিনদিনে ৬০ থেকে ৭০টি পরিবার গৃহহীন হয়েছে। খোঁজ নিয়ে দেখা গেল, অনেকে ইতোমধ্যে বাড়ি ঘর ভেঙ্গে নিয়ে রাস্তা, বাঁধ কিংবা অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। অনেকে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। এলাকাবাসী জানান, করাল গ্রাসী দুধকুমারের ভাঙ্গনে প্রতিবছর শত শত পরিবার বসতভিটা, আবাদি জমি হারিয়ে সর্বস্ত¡ান্ত হয়ে পড়ছে। বিপুলসংখ্যক গৃহহীন পরিবারের পাশে দাঁড়াতে আসছে না কেউ। চরভুরুঙ্গামারী ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক জানান, নদী ভাঙ্গনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে।
×