ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

থাইল্যান্ড নাট্য উৎসবে আমন্ত্রিত তানভীর শেখ

প্রকাশিত: ০৮:৪৫, ৬ অক্টোবর ২০১৯

থাইল্যান্ড নাট্য উৎসবে আমন্ত্রিত তানভীর শেখ

সংস্কৃতি ডেস্ক ॥ থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য প্রথমসারির ভিন্নধারার থিয়েটার কোম্পানি রেবেল আর্ট স্পেসের আয়োজনে ‘রেবেল লাইভ এ্যাকশন ইকো আর্ট ফেস্টিভ্যাল’ এ আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের নাট্য সংগঠন ব্ল্যাকফ্লেইম থিয়েটারের প্রতিনিধি তানভীর শেখ। উৎসবে যোগ দিতে আগামী ১০ অক্টোবর থাইল্যান্ড যাচ্ছেন তিনি। আগামী ১৪ থেকে ১৯ অক্টোবর নাট্যসংগঠন ‘ব্ল্যাকফ্লেইম থিয়েটার’ ব্যাংকক আর্ট এ্যান্ড কালচার সেন্টারে অনুষ্ঠিতব্য থাইল্যান্ডের অত্যন্ত মর্যাদাপূর্ণ এ নাট্য-উৎসবে মূকাভিনয় প্রযোজনা ‘দ্য ব্লাইন্ড পার্স্পেক্টিভ’ প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে। সাপ্তাহব্যাপী এ আয়োজনে স্বাগতিক থাইল্যান্ড ছাড়াও অংশগ্রহণ করবে পোল্যান্ড, আয়ারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস, তাইওয়ান, দক্ষিণ আফ্রিকা, চিলি, মেক্সিকো ও বাংলাদেশ। এছাড়াও ‘রেবেল লাইভ এ্যাকশন ইকো আর্ট ফেস্টিভ্যাল’-এ নির্ধারিত সেমিনার ‘আর্টিস্ট টক’-এ আগামী ১৬ অক্টোবর ‘বাংলাদেশের সমকালীন নাট্যচর্চা ও মূকাভিনয়ের সম্ভাবনা’ শীর্ষক ভিজ্যুয়াল প্রতিবেদন উপস্থাপন করবেন বলে জানা গেছে। উক্ত সেমিনারে থাইল্যান্ডের বিভিন্ন পর্যায়ের নাট্যব্যক্তিত্ব ছাড়াও উপস্থিত থাকবেন উৎসবে যোগদানকারী সকল দেশের শিল্পী ও কলাকুশলীরা। এ উৎসবে যোগদান করা ছাড়াও আগামী ১২ অক্টোবর ব্যাংককের ‘ইনডিপেনডেন্ট স্টুডিও’তে থাইল্যান্ডের স্বনামখ্যাত নাট্যদল ‘স্পাইন পার্টি ম্যুভমেন্ট’-এর আমন্ত্রণে ‘মাইম ফর স্টোরি টেলিং’ বিষয়ক বিশেষ নাট্য কর্মশালা পরিচালনা করবেন বলে নিশ্চিত করেছেন তানভীর শেখ। ৩ ঘণ্টাব্যাপী এ কর্মশালায় জনপ্রতি নির্ধারিত থাই মুদ্রার বিনিময়ে ব্যাংককের স্থানীয় ২০ নাট্যকর্মী অংশগ্রহণের সুযোগ পাবেন বলে জানিয়েছেন আয়োজক অং। সকল আয়োজনের নানা আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ পরবর্তীতে ব্যক্তিগত সফরে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বালি ভ্রমণ শেষে আগামী ২৮ অক্টোবর দেশে ফিরবেন ব্ল্যাকফ্লেইম থিয়েটারের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক তানভীর শেখ। এ প্রসঙ্গে তানভীর শেখ বলেন, বিগত ৮ বছর যাবত থিয়েটারে প্রত্যক্ষভাবে যুক্ত থাকার অভিজ্ঞতা বর্তমানে নিয়মিতভাবে বেশ কিছু প্রযোজনায় কাজ করেছি। ব্ল্যাকফ্লেম থিয়েটার প্রতিষ্ঠার আগে ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত নাট্যসংগঠন স্বপ্নদলের সঙ্গে কাজ করেছি। ‘বিনোদনে নান্দনিকতা’ স্লোগানে ২০১৭ সালের ১ নবেম্বর প্রতিষ্ঠিত করি আমার স্বপ্নের নাট্যসংগঠন ‘ব্ল্যাকফ্লেইম থিয়েটার’। এ সংগঠনের হয়ে আমরা ইতোমধ্যেই বেশ কিছু মূকাভিনয় প্রযোজনা মঞ্চে এনেছি। প্রযোজনাগুলো ঢাকাসহ সারাদেশে নিয়মিত মঞ্চায়ন হচ্ছে। এছাড়াও বিভিন্নভাবে বেশ কিছু জাতীয় ও আন্তর্জাতিক আয়োজনে অংশ নিয়ে প্রশংসিত হয়েছি। এর মধ্যে ইংল্যান্ডের লল্ডনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আয়োজিত ইউরোপের স্বনামখ্যাত নাট্যোৎসব ‘এ সিজন অব বাংলা ড্রামা-২০১৫’, এশিয়ার বৃহত্তম ও ভারতের রাষ্ট্রীয় নাট্যোৎসব ‘ভারত রঙ মহোৎসব-২০১৫’, ‘ব্যাংকক থিয়েটার ফেস্টিভ্যাল-২০১৮’, ‘চ্যাপলিন মূকাভিনয় উৎসব-২০১৮’, ‘ঢাকা ইন্টারন্যাশনাল মাইম ফেস্ট’, ‘ন্যাশনাল মনোমাইম ফেস্টিভ্যাল-২০১৮’সহ ভারতের বেশ কয়েকটি আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশ নিয়েছি। একই সঙ্গে লন্ডনের বিশ্বখ্যাত ‘কুইন ম্যারি বিশ্ববিদ্যালয়’-এর নাটক বিভাগে ‘নাটক-এ মূকাভিনয়-এর ব্যবহার’ শীর্ষক মাস্টার্স ক্লাসে অংশগ্রহণের অভিজ্ঞতা অর্জন করেছি। সর্বোপরি তরুণ অভিনেতা ও সংগঠক তানভীর শেখ, ‘ব্ল্যাকফ্লেইম থিয়েটার’-এ কাজের অভিজ্ঞতা, ‘প্রাচ্যনাট স্কুল অব এ্যাকটিং এ্যান্ড ডিজাইন’-এর ২৫তম ব্যাচে পাঠ, বিভিন্ন নাট্যশিল্প অনুধাবন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ, শিল্পকলা একাডেমির রেপার্টরি দলে কাজ, দেশ-বিদেশের বিভিন্ন কর্মশালায় সফল অংশগ্রহণসহ দেশের স্বনামধন্য নাট্যব্যক্তিত্বদের সাহচর্যের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যেন সঠিকভাবে ‘ব্ল্যাকফ্লেইম থিয়েটার’ তথা বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারেন সে জন্য সবার কাছে দোয়া চান। তানভীর শেখের এ সফরেও বরাবরের মতো পৃষ্ঠপোষক হিসেবে ব্ল্যাকফ্লেইম থিয়েটারের পাশে আছেন ‘জাপান-বাংলা পিস ফাউন্ডেশন, বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ডেভেলপমেন্ট এ্যান্ড ইয়ুথ সার্ভিসেস’, ‘কাজী রাইস ইন্ডাস্ট্রিজ লিমিটেড’, ‘দেশী টেলিগ্রাফ’, ‘দেশী সিনিয়র সেন্টার’, ‘ফাস্ট মুভ’, রীপ্যাক প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং’ এছাড়াও ট্রাভেল পার্টনার ‘হলিডে এক্সপ্রেস’।
×