ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সন্দীপন-দেবলীনার ‘এসেছে মা দুর্গা’

প্রকাশিত: ০৮:৪৪, ৬ অক্টোবর ২০১৯

 সন্দীপন-দেবলীনার ‘এসেছে মা দুর্গা’

সংস্কৃতি ডেস্ক ॥ সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তবে বাঙালীর যুগ যুগ ধরে গড়ে ওঠা ঐতিহ্যে এই উৎসব মিশে গেছে অন্যদের মধ্যেও। যার ফলে দুর্গাপূজা এলে চারদিকে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়ে যায়। পূজার আনন্দকে আরেকটু বাড়িয়ে দিতে একটি নতুন গান নিয়ে আসছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সন্দীপন দাস ও দেবলীনা সুর। তাদের গানটিও পূজাকে ঘিরেই। নাম ‘এসেছে মা দুর্গা’। গানটির কথা লিখেছেন নিবাস বড়ুয়া। সুর করেছেন অশোক চৌধুরী। দুর্গাপূজার আবহ রেখে গানটির সঙ্গীতায়োজন করেছেন অনুজিৎ বড়ুয়া লিমন। মিক্স ও মাস্টারিং করেছেন পুলক বড়ুয়া। ‘এসেছে মা দুর্গা’ গানটি নিয়ে সন্দীপন বলেন, গানটি অনেক মজার। সঙ্গীতায়োজন করা হয়েছে রিদমিক ধাঁচে। উৎসবের ব্যাপারটা আছে। পুরো গানটির মধ্যে আমরা দুর্গাপূজার আনন্দ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের পছন্দ হবে। অন্যদিকে দেবলীনা সুর বলেছেন, বিশেষ উৎসবকে নিয়ে গান করার মধ্যে বিশেষ ভাললাগা আছে। এই গানটিও তেমন। দুর্গাপূজার আবহে আমরা গানটি করেছি। সবাইকে ‘এসেছে মা দুর্গা’ শোনার আহ্বান জানাই। দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে ‘এসেছে মা দুর্গা’ গানটি ভিডিও আকারে প্রকাশিত হয়েছে।
×