ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অসাম্প্রদায়িকতার অনন্য উদাহরণ বাংলাদেশ ॥ অধ্যাপক শহীদুল্লাহ

প্রকাশিত: ১২:৪৫, ৫ অক্টোবর ২০১৯

  অসাম্প্রদায়িকতার অনন্য  উদাহরণ বাংলাদেশ ॥  অধ্যাপক শহীদুল্লাহ

জনকণ্ঠ ডেস্ক ॥ গণতন্ত্রী পার্টি কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে উপজেলা কার্যালয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার। শুরুতেই তিনি হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের শারদীয় শুচ্ছেছা জানান। তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশের অনন্য উদাহরণ। আবহমান কাল থেকে সনাতন ধর্মাবলম্বীদের পূজা-পার্বণ, আনন্দ উৎসবের সব কিছুতেই মুসলমানরা সমভাবে অংশগ্রহণ করে আসছে। একইভাবে মুসলমানদের অনুষ্ঠানগুলোতেও সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করে সমভাবে আনন্দ উপভোগ করছে। তিনি বলেন, পৃথিবীর অন্য কোন দেশে না হলেও ভারতীয় উপমহাদেশে অসাম্প্রদায়িক চেতনাকে পরিকল্পিতভাবে লালন করা অত্যন্ত জরুরী। আমরা বিভিন্ন সময় সাম্প্রদায়িক দাঙ্গার শিকার হয়ে বহু মানুষকে প্রাণ দিতে দেখেছি। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সেই অসাম্প্রদায়িকতার একটি অনন্য উদাহারণ তৈরি করেছে। তিনি শুক্রবার কাপাসিয়ার কয়েকটি পূজাম-প পরিদর্শন করেন। গণতন্ত্রী পার্টি কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি এমএ গনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল আলীমের পরিচালিত সভায় আরও বক্তব্য দেন রেজাউর করিম খান, মোঃ ছোলায়মান খান, মোঃ রিয়াজ উদ্দিন সুশান্ত দেবনাথ, নিমাই চন্দ্র দাস, আসাদুজ্জামান প্রমুখ। -বিজ্ঞপ্তি
×