ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফেরি চলাচল ব্যাহত

প্রকাশিত: ১১:৫০, ৫ অক্টোবর ২০১৯

 ফেরি চলাচল ব্যাহত

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ৪ অক্টোবর ॥ পদ্মায় তীব্র স্র্রোত এবং ফেরি সঙ্কটের কারণে গত কয়েকদিন ধরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে। এতে ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। ১৬টি ফেরির মধ্যে ১৩টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে এই নৌরুটে। শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত পাটুরিয়া ঘাটে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ সাড়ে চার শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। বিআইডব্লিউটিসির আরিচা শাখার ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, নদীতে তীব্র স্র্রোত এবং ফেরি সঙ্কটের কারণে এই নৌরুটে সমস্যা হচ্ছে। তীব্র স্র্রোতের কারণে ফেরি পারাপারে দ্বিগুণ সময় লাগছে। ১৬টি ফেরির মধ্যে ১৩টি ফেরি চলাচল করছে। পাটুরিয়া প্রান্তে অর্ধশতাধিক যাত্রীবাহী বাস, ৩শ’ পণ্যবাহী ট্রাকসহ সাড়ে ৪শ’ যানবাহন পারাপারের অপেক্ষায় আছে।
×