ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশী পাসপোর্টের দুই ধাপ অবনমন

প্রকাশিত: ১১:৪৭, ৫ অক্টোবর ২০১৯

  বাংলাদেশী পাসপোর্টের দুই ধাপ অবনমন

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বব্যাপী ভ্রমণে সবুজ পাসপোর্টের আবারও অবনতি ঘটেছে। হেনলি পাসপোর্ট ইনডেক্সে দুই ধাপ নেমে এখন বাংলাদেশ আছে ৯৯ নম্বরে। বৈশ্বিক র‌্যাংকিংয়ে এর আগে ৯৭ নম্বরে ছিল লাল-সবুজ পতাকা। লন্ডনে অবস্থিত বৈশ্বিক নাগরিকত্ব ও আবাসনের পরামর্শক সংস্থা হেনলি এ্যান্ড পার্টনারসের দাবি, বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ২০টি দেশে ভিসামুক্ত ও ২০টি দেশে ভিসা-অন-এ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারেন। আর পৃথিবীর ১৮৬টি দেশে যেতে বাংলাদেশীদের পাসপোর্টে ভিসা থাকতে হয়। আমেরিকার মধ্যে কেবল বলিভিয়ায় ভিসা-অন-এ্যারাইভাল সুবিধা রয়েছে বাংলাদেশীদের। এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশকে এই সুবিধা দেয় মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও পূর্ব-তিমুর। এশিয়ার ভুটান ও ইন্দোনেশিয়ায় কোন ভিসা ছাড়াই যেতে পারেন বাংলাদেশীরা। তবে বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসা-অন-এ্যারাইভাল সুবিধা বেশি পেয়ে থাকেন আফ্রিকায়। এ তালিকায় আছে সিয়েরা লিওন, কেপ ভার্দে আইল্যান্ড, কমোরস আইল্যান্ড, গিনি-বিসাউ, কেনিয়া, মাদাগাস্কার, মৌরিতানিয়া মোজাম্বিক, রুয়ান্ডা, সিশেলেস, সোমালিয়া, টোগো, উগান্ডা। এছাড়া গাম্বিয়া ও লেসোথোতে যেতে বাংলাদেশের নাগরিকদের কোন ভিসা প্রয়োজন হয় না। বাংলাদেশের পাসপোর্টের জন্য ভিসা-অন-এ্যারাইভাল সুবিধা তুলে নিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ বেনিন ও পূর্ব আফ্রিকার জিবুতি। মূলত এ কারণে সূচকে অবনতি হয়েছে। এছাড়া ক্যারিবীয় দ্বীপগুলোর মধ্যে ১১টি জায়গায় ভিসামুক্ত যাতায়াত করতে পারেন বাংলাদেশীরা। গন্তব্যগুলো হলো বাহামাস, বারবাডোজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ডমিনিকা, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, মন্টসেরাত, সেন্ট কিটস এ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট এ্যান্ড গ্রেনাডাইনস ও ত্রিনিদাদ এ্যান্ড টোবাগো।
×