ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাইকোর্ট ও সুপ্রীম কোর্টের অস্তিত্ব থাকবে কিনা সন্দিহান ॥ মাহবুব

প্রকাশিত: ১০:৩৫, ৫ অক্টোবর ২০১৯

 হাইকোর্ট ও সুপ্রীম  কোর্টের অস্তিত্ব  থাকবে কিনা  সন্দিহান ॥  মাহবুব

স্টাফ রিপোর্টার ॥ বিচার বিভাগকে নিয়ে সরকার খেলছে বলে অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, হাইকোর্ট ও সুপ্রীমকোর্টের অস্তিত্ব থাকবে কিনা সেটা নিয়ে আমরা সন্দিহান। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘নাগরিক অধিকার আন্দোলন ফোরাম’ নামক একটি সংগঠন আয়োজিত অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খন্দকার মাহবুব বলেন, সংবিধানে হাইকোর্টকে যে অধিকার দেয়া হয়েছে সেখানে যদি আইনের শাসন না থাকে তাহলে সেই হাইকোর্ট কি জন্য? তবে আমরা শপথ নিয়েছি আইনের শাসন প্রতিষ্ঠা করে খালেদা জিয়াকে মুক্ত করব। আমি হাইকোর্ট ও সুপ্রীমকোর্টের বিচারপতিদের সতর্ক করে দিয়ে বলতে চাই দেশে আইনের শাসন যদি না থাকে তাহলে আপনাদেরও শাসন থাকবে না, আপনাদের অস্তিত্ব থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, এখনও সময় আছে আপনি পদত্যাগ করুন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। হাইকোর্ট নিয়ে খেলতে যাবেন না। বিচার বিভাগকে নিয়ে খেলতে যাবেন না। আয়োজক সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ। খালেদার মুক্তির দাবিতে রিজভীর নেতৃত্বে মিছিল ॥ খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল করেছে ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম শাখা। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় মিছিল করে তারা। মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি কামরুজ্জামান জুয়েল, সিনিয়র সহ-সভাপতি মোঃ রাজিব আহমেদ, সহ-সভাপতি মাহামুদুল হাসান বসুনিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সজীব আহমেদ রানা প্রমুখ। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটি ॥ বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে খন্দকার মাহবুব হোসেনকে আহ্বায়ক ও মোঃ ফজলুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। শুক্রবার সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৭৯ সদস্যের কমিটি গঠনের কথা বলা হয়েছে।
×