ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘শেখ হাসিনা রাষ্ট্রের দায়িত্বে আছে বলেই আমরা নিরাপদ’

প্রকাশিত: ১০:৩৫, ৫ অক্টোবর ২০১৯

 ‘শেখ হাসিনা রাষ্ট্রের দায়িত্বে আছে বলেই আমরা নিরাপদ’

স্টাফ রিপোর্টার ॥ বিশ্ব হার্ট দিবস (২৯ সেপ্টেম্বর ২০১৯) উপলক্ষে বাংলাদেশ হার্ট রিসার্চ এ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার রাজধানীর অপসোনিন ফার্মা অডিটরিয়ামে এক বৈজ্ঞানিক সেমিনার ও ‘হৃদরোগ প্রতিকারের উপায়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ এস আর খানের (এফআরসিএস) সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান লাল্টুর সঞ্চালনায় বৈজ্ঞানিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক চিফ কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাঃ অসিতবরণ অধিকারী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের শিশু হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ শরিফুজ্জামান, সিএমএইচএর ডাঃ ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক নুরুন্নাহার ফাতেমা, ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের শিশু হৃদরোগ বিভাগের প্রধান প্রফেসর ডাঃ এবিএম আব্দুস সালাম, প্রফেসর ডাঃ নাসির উদ্দিন ও প্রফেসর ডাঃ সাহাবুদ্দিন খান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হার্ট রিসার্চ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রফেসর ডাঃ অসিতবরণ অধিকারী, প্রফেসর ডাঃ হাসিনা বানু (অবঃ), অধ্যাপক ডাঃ কাজী আবুল হাসান, অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন, অধ্যাপক ডাঃ শাহবুদ্দিন খানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে বেসরকারী বিশ্ববিদ্যালয়সমূহের এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেন, বঙ্গবন্ধুকন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী ১৬ কোটি মানুষ নিয়ে ভাবেন। তিনি একজন দায়িত্বশীল সরকার প্রধান। জনগণের মৌলিক মানবিক দিকগুলো সমাধানের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন। তিনি রাষ্ট্রের দায়িত্বে আছেন বলেই আমরা সকলেই নিরাপদে আছি। তার যোগ্যতা, সততা, আন্তরিকতা ও দেশপ্রেমের কোন ঘাটতি নেই। জনগণের ভাগ্য পরিবর্তনে তিনি রাজনীতি করছেন। স্বাস্থ্য খাতের বিরাজমান সমস্যা সম্পর্কে শেখ কবির হোসেন বলেন, চিকিৎসা একটি মহৎ পেশা। অথচ ডাক্তাররা গ্রামে যেতে চান না। অনেকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনও করেন না। এটা উচিত নয়। তিনি দুর্নীতি দূর করা, অনিয়ম ও দায়িত্ব পালনে অবহেলা প্রভৃতির বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মনিটরিং সেল শক্তিশালী করার গুরুত্বারোপ করেন। বাংলাদেশ হার্ট রিসার্চ এ্যাসোসিয়েশন ১৯৯৪ সাল থেকে হৃদরোগ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যেসব কার্যক্রম পরিচালনা করেছে, তার জন্য তিনি সংগঠনকে ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যে প্রফেসর ডাঃ এস আর খান বলেন, আজ থেকে ৪০ বছর আগে হৃদরোগের তেমন ভাল কোন চিকিৎসা পদ্ধতি এদেশে ছিল না। মানুষ বিনা চিকিৎসায় ভুগে ভুগে মারা যেত। সেই দিন আজ নেই। বিজ্ঞানের উন্নতি ও চিকিৎসার ক্ষেত্রে ক্রমবর্ধমান সফলতায় চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। জনগণ উন্নত ও মানসম্মত চিকিৎসা সেবা পাচ্ছে।
×