ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি, আরও একজনের মৃত্যু

প্রকাশিত: ১০:৩৪, ৫ অক্টোবর ২০১৯

 ডেঙ্গু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি, আরও একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ নতুন আক্রান্তের সংখ্যা উঠানামা করলেও ডেঙ্গু পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। প্রতিশ্রুতি দেয়ার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আনতে পারছে না স্বাস্থ্য মন্ত্রণালয়, সিটি কর্পোরেশনসহ ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচীর সংশ্লিষ্টরা। প্রতিদিনই নতুন আক্রান্তের পাশাপাশি ডেঙ্গু রোগীর মৃত্যুর ঘটনা ঘটছে। শুক্রবারও কুষ্টিয়ায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারী হিসাবে ৮১ জনের কথা বলা হলেও বেসরকারী হিসাবে ২৫০ জন ছাড়িয়ে গেছে। শুক্রবারও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল এক হাজার চার শ’ জন। স্বাস্থ্য অধিদফতরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে প্রাপ্ত তথ্যের পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা যথাক্রমে ৩২৬। এদের মধ্যে ঢাকায় নতুন ভর্তি ৭৮ এবং ঢাকার বাইরে ২৪৮। সারাদেশে বর্তমানে ভর্তি ডেঙ্গু ও সন্দেহজনক ডেঙ্গু রোগীর সর্বমোট সংখ্যা ১৩৯৮ জন। ঢাকা মহানগরীতে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৪৯৭ জন এবং ঢাকার বাইরে ৯০১ জন। এ বছর জানুয়ারি থেকে ৪ অক্টোবর পর্যন্ত সর্বমোট ভর্তি ও ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা যথাক্রমে ৮৯, ৩৪৭ জন ও ৮৭, ৭১৩ জন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২৩৬ জনের মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। তাদের মধ্যে আইইডিসিআর ১৩৬ জনের মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ৮১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে বলে জানিয়েছে আইইডিসিআর। স্বাস্থ্য অধিদফতরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম আরও জানায়, বর্তমানে ঢাকা শহর ব্যতীত ঢাকা বিভাগে ১৪৮ জন, চট্টগ্রামে বিভাগে ১১৩ জন, খুলনা বিভাগে ৪১০ জন, রংপুর বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে ৭৩ জন, বরিশালের ৬ জেলায় ৯৭ জন, সিলেট বিভাগের ৪ জেলায় ৯ জন এবং ময়মনসিংহ বিভাগের চারটি জেলায় ২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। সূত্রটি আরও জানায়, ঢাকা শহরে অবস্থিত হাসপাতালগুলোর মধ্যে বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩৬ জন, মিটফোর্ড হাসপাতালে ৯৩ জন, ঢাকা শিশু হাসপাতালে ১৫ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৪৪ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ১৪ জন, রাজারবাগের পুলিশ হাসপাতালে ৫ জন, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৭ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ২৯ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। আর গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরে অবস্থিত হাসপাতালগুলোর মধ্যে নতুন রোগী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩ জন, মিটফোর্ড হাসপাতালে ১৯ জন, ঢাকা শিশু হাসপাতালে ৩ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ২ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ৬ জন, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৮ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। দৌলতপুর ॥ নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়ার দৌলতপুর থেকে জানান, কুষ্টিয়ার দৌলতপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইমরান হোসেন (২৫) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইমরান হোসেন দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের হৃদয়পুর গ্রামের মোঃ নাসির উদ্দিনের ছেলে। সে দৌলতপুর কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিল। ইমরান হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার চাচাত ভাই লিপটন হোসেন জানান, তিন দিন আগে ইমরান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাকে কুষ্টিয়া হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। সেখানে ইমরানের অবস্থার অবনতি হলে বুধবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। অপরদিকে জ¦রে আক্রান্ত হয়ে অনু (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়া হাসপাতালে নেয়ার পথে মিরপুর এলাকায় তার মৃত্যু হয়।
×