ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জীবন বাঁচানোর জন্য

প্রকাশিত: ১০:১৮, ৫ অক্টোবর ২০১৯

 জীবন বাঁচানোর জন্য

মানুষ নিজেদের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি চুল কেটে নিজেকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে থাকে। সম্প্রতি একটি গোল্ড ফিশেরও চুল অর্থাৎ মাথার ‘হুড’ কাটা হয়েছে শুধু তার জীবন বাঁচানোর জন্য। ব্রিটেনের ওয়েলস রাজ্যের রাজধানী কার্ডিফে দুই বছর বয়সী ওই গোল্ড ফিশের নাম বাবলস। কিছুদিন আগে দেখা গেল এ্যাকুরিয়ামের পানিতে সাঁতার কাটতে কাটতে সে বারবার উল্টে যাচ্ছিল। তারপরই তাকে পশুচিকিৎসকের কাছে নিয়ে যায় তার মালিক। বাবলসকে দেখে চিকিৎসক বলেন, তার মাথায় থাকা লাল রঙের লোমশ অংশটি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। যাকে মাছের হুড বলে। তাই স্বাভাবিক চলাফেরার জন্য বাবলসের হুডটি কেটে ফেলা প্রয়োজন। চিকিৎসক পরে সেটি কেটে ফেলেন। যেজন্য গুরুতর একটি সমস্যা থেকে মুক্তি পায় বাবলস। পোষ্যদের চিকিৎসক সোফি জেনকিন্স ব্রিটিশ এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হুড কেটে ফেলার প্রক্রিয়াটি এমনভাবেই করা হয়েছে যাতে পরবর্তীকালে আর কোন সমস্যা না হয়। যদিও ব্রিটেনে কোন মাছের অপারেশন এবারই প্রথম করা হলো তা নয়। এর আগে মলি ফিশ নামের একটি মাছের অপারেশন করে বাদ দেয়া হয়েছিল টিউমার। -টাইমস নাউ নিউজ
×