ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হতে পাঁচ বিষয়ে গুরুত্বারোপ আইএমএফের

প্রকাশিত: ১০:১৬, ৫ অক্টোবর ২০১৯

 উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হতে পাঁচ বিষয়ে গুরুত্বারোপ আইএমএফের

জনকণ্ঠ ডেস্ক ॥ আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং বর্তমান অবস্থা থেকে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হতে পাঁচ বিষয়ের ওপর গুরুত্বারোপ করেছে। ঢাকায় আইএমএফর আবাসিক প্রতিনিধি রাজনার গুডম্যানস শুক্রবার বাসসর সঙ্গে এক বিশেষ সাক্ষাতকারে এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধি উল্লেখযোগ্য, উচ্চ, টেকসই, সামান্য অস্থিতিশীল এবং সামাজিক সূচকের উন্নতিতে নেতৃত্ব দিচ্ছে। তিনি বলেন, জিডিপি প্রবৃদ্ধিতে সর্বোচ্চ অবদানকারী বিশ্বের বিশ দেশের মধ্যে বাংলাদেশ এখন শীর্ষে রয়েছে। তিনি বলেন, আর্থিক অথবা মুদ্রা নীতির ক্ষেত্রে দেশের সামষ্টিক অর্থনৈতিক শৃঙ্খলা দৃৃঢ় হয়েছে। তিনি বলেন, নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে এবং ২০২৪ সালের মধ্যে স্বল্পোন্নত (এলডিসি) দেশের মর্যাদা লাভে এ বিষয়গুলোর ওপর আরও গুরুত্ব দিতে হবে। আবাসিক প্রতিনিধি বলেন, কেউ যাতে পিছিয়ে না পড়ে, এ জন্য প্রথমে বাংলাদেশকে ইনক্লুসিভ এবং টেকসই প্রবৃদ্ধির জন্য অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহে আরও গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, ব্যয়ে দক্ষতা বিশেষ করে সরকারী বিনিয়োগকৃত প্রকল্পের অর্থ ব্যয়ের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। অবকাঠামো উন্নয়নে সরকারী অর্থ ব্যয়ের ক্ষেত্রে আরও সক্ষমতা অর্জন করতে হবে। তিনি জানান, এ সক্ষমতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের ঘাটতি ৫৪ শতাংশ। অন্যান্য উদীয়মান দেশ এবং উন্নয়নশীল এশীয় দেশসমূহে এ অবস্থা গড়ে ৩৪ শতাংশ।
×