ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিক্ষোভকারীদের দাবি মানলেন ইরাকী প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৮:৫৩, ৫ অক্টোবর ২০১৯

 বিক্ষোভকারীদের দাবি মানলেন ইরাকী প্রধানমন্ত্রী

ইরাকে সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ হয়েছে। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী আদিল আব্দুল-মাহদি বিক্ষোভকারীদের দাবি মেনে নিয়ে বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়তে আমাদের আরও কিছু করা প্রয়োজন। খবর সিএনএন অনলাইনের। সরকারের দুর্নীতি, মৌলিক সেবার অভাব এবং ক্রমবর্ধমান বেকারত্বের ফলে হতাশ হয়ে দেশব্যাপী বিক্ষোভ করে কয়েক হাজার মানুষ। দেশটিতে গত কয়েক দশকে এই ধরনের বিক্ষোভ দেখা যায়নি। শুক্রবার এক প্রতিবেদনে এসব কথা জানায় যুক্তরাষ্ট্রের গণমাধ্যম। এদিন সকালে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আদিল আব্দুল-মাহদি বিক্ষোভকারীদের চাকরির সুযোগ এবং ব্যাপক সংস্কারের দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য সরকারের আরও বড় ধরনের উদ্যোগ গ্রহণ করা দরকার। ইরাকের প্রধানমন্ত্রী বলেন, সরকার দ্রুত দরিদ্রদের জন্য প্রাথমিক মজুরি নির্ধারণ করে একটি প্রকল্প উপস্থাপন করবে। সব ইরাকী পরিবার যাতে সম্মানের সঙ্গে বাঁচতে পারে সেজন্য এটি করা হবে। প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রত্যেককে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ইরাকের মানবাধিকার বিষয়ক স্বাধীন হাইকমিশনের সদস্য আলি আকরাম আল-বায়াতি জানান, চলমান বিক্ষোভে কমপক্ষে ৩৪ জন নিহত এবং এক হাজার ৫১৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩১ বিক্ষোভকারী এবং তিনজন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা। আল-বায়াতি আরও জানান, আহতদের মধ্যে ৪২৩ ইরাকী নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা আছেন। তিনি ইরাকের মানবাধিকার বিষয়ক স্বাধীন হাইকমিশনের পক্ষ থেকে আন্তর্জাতিক সংগঠনগুলোকে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য দ্রুত সহায়তা সরবরাহের আহ্বান জানান। এদিকে ইরাকে সরকারবিরোধী আন্দোলনের মধ্যেই সরকারী ১০০ কর্মীকে ছাটাই করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন। প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি নেতৃত্বাধীন এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বহিষ্কৃত কর্মীদের বিরুদ্ধে ‘সরকারী অর্থ বিনষ্ট’সহ বেশকিছু অপরাধের অভিযোগ রয়েছে।
×