ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিক্ষোভে মুখোশ নিষিদ্ধ করল হংকং

প্রকাশিত: ০৮:৫০, ৫ অক্টোবর ২০১৯

 বিক্ষোভে মুখোশ নিষিদ্ধ করল হংকং

মুখোশ পরে বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা এনেছে হংকং। শুক্রবার হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম এ নিষেধাজ্ঞা জারি করেন। ভবিষ্যতে বড় পরিসরে চীনবিরোধী আন্দোলন প্রতিরোধে এ আইন চালু করা হয়েছে। খবর এএফপির। এদিকে বিক্ষোভে পুলিশের ছোড়া রবার বুলেটের আঘাতে এক সাংবাদিকের ডান চোখ নষ্ট হয়ে গেছে। মঙ্গলবার ভেবি মেগা ইন্দাহ নামে ওই সাংবাদিক বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। গত জুনে অপরাধী প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে শুরু হয় বিক্ষোভ। চার মাসের বেশি সময় ধরে চলমান এ বিক্ষোভ থামার কোন চেষ্টা নেই। যত দিন যাচ্ছে তা আরও সহিংস রূপ নিচ্ছে। ১ অক্টোবর চীনের জাতীয় দিবসকে ‘শোক দিবস’ হিসেবে পালন করছে হংকংয়ের বাসিন্দারা। এদিন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। পুলিশ তাজা বুলেট ছোড়ে ১৮ বছর বয়সী এক বিক্ষোভকারীর বুকে। নিজেদের পরিচয় লুকানোর উদ্দেশে এবং পুলিশের ছোড়া কাঁদানে গ্যাস থেকে বাঁচতে গ্যাস প্রতিরোধী চশমা, হেলমেট ও মুখোশ পরেন গণতন্ত্রকামী আন্দোলনকারীরা। সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, ভবিষ্যতে যাতে বিক্ষোভকারীরা আর বড় পরিসরে রাজপথে নামতে না পারে সেজন্য বিক্ষোভে মুখোশ পরার ওপর নিষেধাজ্ঞা আনার পরিকল্পনা করছেন কর্মকর্তারা। হংকংয়ের আইনসভায় পাস হওয়া ঔপনিবেশিক শাসনামলের জরুরী আইনের আওতায় মুখোশ পরার ওপর নিষেধাজ্ঞারোপ করা হবে। হংকংয়ের চীনপন্থী এমপি এলিজাবেথ কুয়াট বলেন, আমরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিষয়ে কথা বলছি না।
×