ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতের ভবিষ্যত অন্ধকার ॥ মমতা

প্রকাশিত: ০৮:৫০, ৫ অক্টোবর ২০১৯

 ভারতের ভবিষ্যত  অন্ধকার  ॥  মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী লিখেছেন, আগামী দিনে ভারতের ভবিষ্যত অন্ধকার। যুবকদের মধ্যে হাহাকার নেমেছে, কোথাও চাকরি নেই। উল্টো চলছে বিভিন্ন কলকারখানা থেকে কর্মী ছাঁটাই। একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থা হয় বিক্রি করে দেয়া হচ্ছে, নতুবা বন্ধ করা হচ্ছে। অর্থনীতির এতটাই খারাপ অবস্থা যে হাত পড়েছে রিজার্ভ ব্যাংকের তহবিলে। আগামী দিনে ব্যাংকে গচ্ছিত টাকা মানুষ পাবে কিনা, আমার তা নিয়েও সন্দেহ আছে। খবর ওয়েবসাইটের। তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’র ‘উৎসব সংখ্যা ১৪২৬’-এ নিজের কলামে এমনটাই লিখেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী। তিনি ভারতের সাম্প্রতিক অবস্থা নিয়ে চিন্তিত বলেই জানালেন। আগামী দিনে কী হবে দেশটার, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন মমতা। ‘কিছু কথা কিছু ব্যথা’ শিরোনামে মমতা লিখেছেন, এ বছর লিখতে বসে মনটা ভারাক্রান্ত। দেশের কী হবে। আমরা সবাই এক থাকতে পারব তো? এমন একটি সরকার দিল্লীর ক্ষমতায় এসেছে, যারা গণতন্ত্র মানে না, সংবিধান মানে না।
×