ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নোবেল শান্তি পুরস্কারের তালিকায় হিটলারের নাম ছিল!

প্রকাশিত: ০৮:৪৯, ৫ অক্টোবর ২০১৯

 নোবেল শান্তি পুরস্কারের তালিকায় হিটলারের নাম ছিল!

দুটি বিশ্বযুদ্ধের হোতা, সাবেক জার্মান চ্যান্সেলর এডলফ হিটলারের নামও নোবেল শান্তি পুরস্কারের তালিকায় ছিল। শুধু তাই নয়-পপসম্রাট মাইকেল জ্যাকসন, যোশেফ স্টালিন ও বেনিতো মুসোলিনির নামও এ পুরস্কারের তালিকায় স্থান পেয়েছিল। নোবেল শান্তি পুরস্কারের ১২০ বছরের ইতিহাসে বিশেষ করে হিটলার, স্টালিন ও মুসোলিনির নাম অন্তর্ভুক্তির প্রস্তাবকে চরম হাস্যকর ও উদ্ভট ঘটনা হিসেবে আখ্যা দেয়া হয়েছে। তবে নোবেল কমিটি বলছে, শান্তি পুরস্কারের তালিকায় যে কেউ তাদের পছন্দের নাম উত্থাপন করতে পারেন। খবরে বলা হয়েছে, জামার্নির পোলান্ড আক্রমণের আট মাস আগে ১৯৩৯ সালের জানুয়ারিতে সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাটিক এমপি এরিক ব্রান্ড হিটলারকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া উচিত বলে পরামর্শ দিয়ে নরওয়ের নোবেল কমিটির কাছে চিঠি লেখেন। চিঠিতে হিটলারকে বিশ্ব শান্তির রাজপুত্র বলে আখ্যা দেয়া হয়। তখন এরিক ব্রান্ডের ওই চিঠি নিয়ে হাস্যতামাসা হয়। শুধু তাই নয়, ১৯৩৮ সালে নোবেল শান্তি পুরস্কারের তালিকায় তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চ্যাম্বারলিনের নাম ওঠা নিয়ে প্রতিবাদ হয়। নোবেল বিষয়ক ঐতিহাসিক এ্যাশলে সিন বলেন, যাই হোক চ্যান্সেলর এডলফ হিটলারের নাম নোবেল পুরস্কারের তালিকায় পাঠানো সত্যিই ভয়ঙ্কর চিন্তা ছিল। -এএফপি অবলম্বনে
×