ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এনামুল হক

বাঁহাতি হওয়ার জন্য যে জিন দায়ী

প্রকাশিত: ১২:৪৩, ৪ অক্টোবর ২০১৯

বাঁহাতি হওয়ার জন্য যে জিন দায়ী

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বাঁহাতি । কেউ হয়তো বাঁহাতে ছবি আঁকেন কেউবা লেখেন। আমরা যারা বাঁহাতি সেই অবস্থার জন্য জিন দায়ী। এক নতুন গবেষণায় সাধারণ জনগোষ্ঠীর মধ্যে বাঁহাতির বৈশিষ্ট্যের সঙ্গে জেনোমের যে অঞ্চলগুলো সম্পর্কিত সেগুলো প্রথমবারের মতো চিহ্নিত করা হয়েছে এবং এর প্রভাবগুলোকে মস্তিষ্কের স্থাপত্যের সঙ্গে সম্পর্কযুক্ত করা হয়েছে। বিজ্ঞানীদের আগে থেকেই জানা ছিল যে মানুষ যে ডানহাতি বা বাঁহাতি হয় তা নির্ধারণে জিনের একটা আংশিক ভূমিকা আছে। সমীক্ষায় দেখা গেছে যে বাঁহাতি বা ডানহানির ক্ষেত্রে ২৫ শতাংশ তারতম্যের জন্য জিনকে দায়ী করা যেতে পারে। নতুন গবেষণায় যুক্তরাজ্যের বায়োব্যাঙ্কের প্রায় ৪ লাখ লোকের জেনোম বিশ্লেষণ করে বাঁহাতি সবার সঙ্গে যুক্ত কতিপয় জিনগত বৈকল্পিককে চিহ্নিত করা হয়েছে। ওই চার লাখ লোকের মধ্যে ৩৮ হাজার ৩৩২ জন ছিল বাঁহাতি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরিচালিত এই সমীক্ষার ফল ‘ব্রেন’ সাময়িকীতে প্রকাশ করা হয়েছে। গবেষণায় দেখা যায় বাঁ হাত ও ডান হাতের জিনেটিক পার্থক্যগুলো মস্তিষ্কের যে সব এলাকা ভাষার সঙ্গে সম্পর্কিত সেগুলোর মধ্যকার সংযোগের সঙ্গে যুক্ত। গবেষকরা যে চারটি জেনেটিক অঞ্চল চিহ্নিত করেছেন তারা তিনটি মস্তিষ্কের বিকাশ ও কাঠামোয় জড়িত প্রোটিনগুলো মাইক্রোটিউবুলের সঙ্গে সম্পর্কিত। মাইক্রোটিউবুল হচ্ছে দেহকোষের ভেতকার ভায়া বা মাচানের অংশ যাকে বলে সাইটো স্কেলিটন এই সাইটোস্কেলিটন শরীরে কোষগুলোর নির্মাণ ও ক্রিয়াকলাপের পথনির্দেশনা দেয়। সমীক্ষায় অংশগ্রহণকারী প্রায় ১০ হাজার ব্যক্তির মস্তিষ্কের অনুপুঙ্খ ইমেজিং বিশ্লেষণ করে গবেষকরা লক্ষ্য করেছেন যে এসব জেনেটিক প্রভাব হোয়াইট ম্যাটার ট্র্যাক্টে মস্তিষ্কের কাঠামোয় পার্থক্যগুলোর সঙ্গে যুক্ত। হোয়াইট ম্যাটার ট্র্যাক্টে থাকে মস্তিষ্কের সাইটোস্কেলিটন যা ভাষাগত অঞ্চলগুলোকে যুক্ত করে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের ফেলো ড. আকিরা ওয়াইবার্গ সমীক্ষায় বিশ্লেষণ চালিয়ে বলেন, ‘প্রায় ৯০ শতাংশ লোক ডানহাতি এবং এই অবস্থাটা প্রায় ১০ হাজার বছর ধরে চলছে। অনেক গবেষক বাঁহাতি ডানহাতির জৈবিক ভিত্তি নিয়েও গবেষণা চালিয়েছেন। তবে ইউকে বায়োব্যাকের বিপুল তথ্য-উপাত্ত ব্যবহার করে আমরা বাঁহাতি হওয়ার প্রক্রিয়ার ওপর যথেষ্ট বেশি আলোকপাত করার সুযোগ পেয়েছি। আমরা আবিষ্কার করেছি যে বাঁহাতিদের ক্ষেত্রে মস্তিষ্কের বাম ও ডান দিকের ভাষার এলাকাগুলে পরস্পরের সঙ্গে আরও সুসমন্বিত উপায়ে যোগাযোগ করে থাকে। এর ফলে ভবিষ্যত গবেষণার ক্ষেত্রে এই সম্ভাবনা জাগ্রত হচ্ছে যে বাচনিক কাজকর্ম সম্পাদনের ক্ষেত্রে বাঁহাতিদের একটা বাড়তি সুবিধা আছে। তবে মনে রাখতে হবে যে এই পার্থক্যগুলোকে অতি বিপুল সংখ্যক মানুষের ওপর গড় হিসেবেই শুধু দেখা হয়েছে, এবং এটাও সত্য যে সব বাঁহাতিরাও এক রকম হবে না।’ সমীক্ষায় অংশ নেয়া আরেক গবেষক অধ্যাপক গোয়েনেল দাউয়াউদ বলেন, অনেক প্রাচীর বিকাশের ক্ষেত্রে বাঁদিকের সামঞ্জস্যহীনতা দেখা যায়। যেমন শামুকের খোলস বাঁ দিকে বা ডানদিকে পাকিয়ে যায়। কোষের ভায়া বা মাচাল যাকে বলা হয় সাইটোস্কেলিটন সেটির জিন দ্বারা এ ব্যাপারটি চালিত হয়। তিনি বলেন, মানুষের ক্ষেত্রে প্রথমবারের মতো প্রমাণ করতে পারা সম্ভব হয়েছে বাঁহাতি ডানহাতির সঙ্গে সম্পর্কিত সাইটোস্কেলিটন পার্থক্যগুলো প্রকৃতপক্ষে মস্তিষ্কে দৃশ্যমান। শামুক ও ব্যাঙের মতো অন্যান্য প্রাণী থেকে আমরা জেনেছি যে এই ফলাফলগুলো একদম গোড়ার দিকের জিন-নিয়ন্ত্রিত ঘটনাবলীর দ্বারা ঘটে। এ থেকে বিরক্তিকর এই সম্ভাবনাও উঁকি দেয় যে কেউ বাঁহাতি হবে না ডানহাতি হবে সেই সংক্রান্ত ভবিষ্যত বিকাশের ছাপগুলো মাতৃগর্ভে থাকা শিশুর মস্তিষ্কে দেখা দিতে শুরু করে। গবেষকরা একদিকে বাঁহাতি বৈশিষ্ট্যের সঙ্গে জড়িত জেনেটিক অঞ্চলগুলো এবং অন্যদিকে পার্কিনসন্স রোগ হওয়ার অতি সামান্য সম্ভাবনার মধ্যে যোগসূত্রও খুঁজে পেয়েছেন। তবে দেখেছেন যে এই শ্রেণীর মানুষদের সিজাফ্রেনিয়া হওয়ার অতি সামান্য বেশি সম্ভাবনা আছে। অবশ্য গবেষকরা জোর দিয়ে বলেছেন যে এই যোগসূত্রগুলো এই ধরনের রোগগ্রস্ত প্রকৃত সংখ্যক মানুষের ক্ষেত্রে অতি সামান্য পার্থক্যের সঙ্গেই কেবল সামঞ্জস্যপূর্ণ এবং তা কার্যকারণের নির্দেশক নয়। তবে জেনিক যোগসূত্রগুলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করলে এ ধরনের গুরুতর মানসিক স্বাস্থ্যগত অবস্থার উৎপত্তি কিভাবে হয় সে সম্পর্কে আরও ভাল ধারণা লাভ করা যেতে পারে। আরেক গবেষক অধ্যাপক ডোমিনিক ফারনিস বলেছেন, ইতিহাসজুড়ে বাঁহাতি মানুষদের দুর্ভাগা এমনকি ক্ষতিকর বলেও গণ্য করা হয়েছে। বস্তুতপক্ষে অনেক ভাষার ক্ষেত্রে বাম ও ডান শব্দাবলীর মধ্যে এমন ধারণার প্রতিফলন ঘটে। যেমন ইংরেজীতে রাইট শব্দটার আরেক অর্থ হলো সঠিক বা উপযুক্ত। ফরাসী ভাষায় ‘গাউস’ শব্দটার অর্থ বাম ও কদর্য উভয়েই। অধ্যাপক ফারনিস আরও বলেন, আমাদের গবেষণায় প্রমাণিত হয়েছে যে বাঁহাতি হওয়ার ব্যাপারটা মস্তিষ্কের জীবতাত্ত্বিক বিকাশের পরিণতি। এই বিকাশ অংশত অনেক জিনের জটিল পারস্পরিক ক্রিয়ার দ্বারা পরিচালিত হয়, এ হলো সেই সমৃদ্ধ আবরণের অংশ যার জন্য আমরা মানুষ।’ সূত্র : সায়েন্স ডেইলি
×