ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মঙ্গলে প্রাণের অস্তিত্ব

প্রকাশিত: ১২:১৫, ৪ অক্টোবর ২০১৯

মঙ্গলে প্রাণের অস্তিত্ব

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান বিজ্ঞানী জিম গ্রিন বলেছেন, মঙ্গল গ্রহে সন্দেহাতীতভাবে প্রাণের সন্ধান পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। ইউরোপীয় মিত্রদের সঙ্গে নাসা এখন এ নিয়ে কাজ করছে। গ্রিন মনে করেন আগামী বছর মঙ্গলে তারা যে অভিযানটি চালাতে যাচ্ছেন তাতে প্রাণের অস্তিত্বের বিষয়ে আরও অনেক তথ্য হাতে আসবে। ইউরোপীয় স্পেস এজেন্সির সঙ্গে যৌথ উদ্যোগে আগামী জুলাইতে মার্স ২০২০ মিশনটি পাঠানো হবে। - এক্সপ্রেস ডেইলি এ্যাঞ্জেলিনা জোলির সমর্থন আফগানী নারী চলচ্চিত্র পরিচালক সাহরা কারিমির ‘হাওয়া, মরিয়াম, আয়েশা’ ছবি অস্কার পাওয়ার যোগ্য বলে মনে করেন হলিউড অভিনেত্রী ও মানবাধিকার কর্মী এ্যাঞ্জেলিনা জোলি। শুক্রবার ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটির প্রিমিয়ার শো হয়। ছবির বিষয়বস্তু ভিন্ন প্রেক্ষাপট থেকে উঠে আসা তিন আফগান নারীর জীবন কাহিনী। জোলি বলেন, ‘ছবিতে বর্তমান প্রজন্মেও আফগান নারীর জীবন সংগ্রাম তাদের সাহসিকতা ও চ্যালেঞ্জের বিষয়গুলো সুন্দরভাবে ফুটে উঠেছে। ছবিটি অস্কার পেতে পারে বলে আমি মনে করি।’ -ভ্যারাইটি
×