ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতীয় রাজপরিবার পাকিস্তানের বিরুদ্ধে মামলায় জিতল

প্রকাশিত: ১২:১৪, ৪ অক্টোবর ২০১৯

ভারতীয় রাজপরিবার পাকিস্তানের বিরুদ্ধে মামলায় জিতল

লন্ডনের একটি আদালতে পাকিস্তানের বিরুদ্ধে সাড়ে তিন কোটি পাউন্ডের মামলায় অবশেষে জিতে গেল হায়দরাবাদের নিজাম পরিবার। আদালত নিজামের উত্তরাধিকারীদের পক্ষে রায় দিয়েছে। ব্রিটিশ আদালতে পাকিস্তান সরকারের আবেদন ছিল ১০ লাখ পাউন্ডের। এই অর্থ ১৯৪৮ সালে হায়দরাবাদের নিজাম পাকিস্তানের হাইকমিশনারকে নিরাপদে রাখার জন্য দিয়েছিলেন। ভারত ও পাকিস্তান উভয় দেশ এই অর্থের দাবিদার ছিল। শেষ পর্যন্ত আদালত ভারতের পক্ষে রায় দেয়। এনডিটিভি। যুক্তরাজ্যের ন্যাশনাল ওয়েস্টমিনস্টার ব্যাংকে গচ্ছিত ওই অর্থ এখন সুদে-আসলে বেড়ে দাঁড়িয়েছে সাড়ে তিন কোটি পাউন্ডে। এই মামলায় ভারত সরকারের সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়েন হায়দরাবাদের তৎকালীন নিজাম মীর ওসমান আলি খানের উত্তরসূরি হায়দরাবাদের অষ্টম নিজাম মুকাররম জাহ ও তার ছোট ভাই মুফাখখম জাহ। যার ফলে মুকাররম জাহ পরিবারকে সাড়ে তিন কোটি পাউন্ড ফেরত দিতে হবে।
×