ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হংকংয়ে গুলিতে আহত ছাত্রের বিরুদ্ধেই হামলার মামলা

প্রকাশিত: ১২:১২, ৪ অক্টোবর ২০১৯

হংকংয়ে গুলিতে আহত ছাত্রের বিরুদ্ধেই হামলার মামলা

হংকংয়ে মঙ্গলবার বিক্ষোভের সময় এক পুলিশ কর্মকর্তার গুলিতে আহত ছাত্রকে গ্রেফতার ও তার বিরদ্ধে পুলিশ কর্মকর্তার ওপর অক্রমণের অভিযোগ আনা হয়েছে। ওই ছাত্র দাঙ্গার দায়ে আরও অভিযোগের সম্মুখীন হতে পারেন। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত, তবে বুকে গুলি চালানোর পর তার অবস্থা খুব নাজুক হয়ে গিয়েছিল। সিবিএস নিউজ। হংকংয়ের পুলিশ কমিশনার স্টিফেন লো গুলি চালানো পুলিশের পক্ষ নিয়েছেন। বলেছেন, তার পদক্ষেপ যৌক্তিক ও আইনগত ছিল। বিক্ষোভের সময় কোন প্রতিবাদকারীর সরাসরি গুলিতে আক্রান্ত হওয়ার এটাই প্রমাণিত দৃষ্টান্ত। এ ঘটনা দ্বীপটিতে সহিংসতা বিপজ্জনক মাত্রায় বাড়িয়ে দিয়েছে। গত জুন থেকে চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে সরকার ও গণতন্ত্রপন্থীদের মধ্যে বিভক্তি চলছে। এ ঘটনায় বুধবার ১৮ বছর বয়সী ওই ছাত্রের সহপাঠীরা স্কুলের বাইরে বিক্ষোভ দেখান। মঙ্গলবার এই বিক্ষোভ দমনের ঘটনা এমন এক সময় ঘটল যেদিন চীন ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল। এদিন দেশটি বেজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে বিশাল ও অত্যাধুনিক সমরাস্ত্রের প্রদর্শনী করে। এদিকে হংকং গত অর্ধশতাব্দীরও বেশি সময়ের মধ্যে এই প্রথমবার জনসম্মুখে ফেস মাস্ক পরা নিষিদ্ধ করতে একটি জরুরী অধ্যাদেশ চালু করতে যাচ্ছে বলে টিভিবি নিউজ চ্যানেল চানিয়েছে। শুক্রবার দ্বীপটির এক্সিকিউটিভ কাউন্সিলের একটি জরুরী বৈঠকের পর সরকার ইমারজেন্সি রেগুলেশনস অর্ডিন্যান্স অধ্যাদেশ বলবৎ করবে।
×