ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মেসির আপীল খারিজ

প্রকাশিত: ১২:০৬, ৪ অক্টোবর ২০১৯

মেসির আপীল খারিজ

স্পোর্টস রিপোর্টার ॥ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপীল করেও লাভ হলো না লিওনেল মেসির। তার আপীল খারিজ করে দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা (কনমেবল)। যে কারণে আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টাইন অধিনায়কের তিন মাসের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। গত আগস্টের শুরুতে আন্তর্জাতিক ফুটবল থেকে আগামী তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয় মেসিকে। এই সময়ে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে কোন ম্যাচ খেলতে পারবেন না ছয়বারের ফিফা সেরা তারকা। কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাকে দুর্নীতিগ্রস্ত বলায় শাস্তি পান মেসি। তিন মাসের শাস্তির পাশাপাশি ৫০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে মেসিকে। কোপা আমেরিকা খেলে মেসির প্রাপ্ত অর্থ থেকে এ অর্থ কেটে নেয় কনমেবল। ২ আগস্টের পর থেকে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আগামী মাসে হতে যাওয়া জার্মানি ও ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচ। সেজন্য মেসির নিষেধাজ্ঞার মেয়াদ একমাস কমানোর জন্য আবেদন করেছিল আর্জেন্টাইন ফুটবল এ্যাসোসিয়েশন (এএফএ)। তবে তাদের সেই আবেদনে সাড়া দেয়নি কনমেবল। ফলে জাতীয় দলের হয়ে মাঠে ফিরতে ৩ নবেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে মেসিকে।
×