ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কো-ফাইনালে সাউথ ইস্ট ও আইইউ

প্রকাশিত: ১২:০৬, ৪ অক্টোবর ২০১৯

কো-ফাইনালে সাউথ ইস্ট ও আইইউ

স্পোর্টস রিপোর্টার ॥ ইউনাইটেড গ্রুপ ফারাজ আন্তঃবিশ্ববিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বৃহস্পতিবার শেষ ষোলোর দুটি খেলা কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে টাইব্রেকারে ৭-৬ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি। ৪৫ মিনিটে মুবাসির আহমেদের দূরপালার শটে এগিয়ে যায় সাইথ ইস্ট। অন্যদিকে ৫০ মিনিটে ম্যাচে সমতা ফেরায় ড্যাফোডিলের রাসেল। বাকি সময় কোন পক্ষ আর গোল না পেলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। এ লড়াইয়ে জিতে সেরা আট নিশ্চিত করে সাউথ ইস্ট। দ্বিতীয় খেলায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আইইউ ব্যাট ইউনিভার্সিটি। ৫২ মিনিটে ফিলবিন আলির গোলে এগিয়ে যায় দলটি। বাকি সময় এ গোল ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে আইইউ ব্যাট। ম্যাচের শেষদিকে উত্তেজনা ছড়ায় দুইপক্ষের মধ্যে। একটি ফাউলকে কেন্দ্র করে হাতাহাতি, ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে খেলোয়াড়রা। আইইউ ব্যাটের আব্দুর আইজ্যাক মোহাম্মদ হাসান ও জাহিদুল ইসলাম এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির তাওহীদ হোসেন নোমানকে সরাসরি লালকার্ড দেখান রেফারি। ইনডিপেনডেন্টের আব্দির রহমান আহমেদকেও একই কারণে দ্বিতীয় হলুদকার্ড অর্থাৎ লালকার্ড দেখান রেফারি।
×