ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টিটির ক্যাম্প নিয়ে বিরক্ত বিওএ

প্রকাশিত: ১২:০৬, ৪ অক্টোবর ২০১৯

টিটির ক্যাম্প নিয়ে বিরক্ত বিওএ

স্পোর্টস রিপোর্টার ॥ এসএ গেমসের টেবিল টেনিস ক্যাম্পে একের পর এক অঘটন ঘটেই যাচ্ছে। নিয়ম না মেনে ক্যাম্প না করায় দেশসেরা দুই টিটি খেলোয়াড় মানস চৌধুরী ও সালেহা পারভীন সেতুকে আসন্ন এসএ গেমসের ক্যাম্প থেকে বাদ দেয়া হয়। ইতোমধ্যে তারা লিগ্যাল নোটিসও পাঠিয়েছেন ফেডারেশন বারাবর। এরপর ক্যাম্প থেকে বাদ পড়েছেন নারী টিটির এক নম্বর র‌্যাঙ্কিংধারী খেলোয়াড় মৌমিতা আলম রুমী। তিনি সর্বশেষ ২০১৬ এসএ গেমসের তাম্রপদক জয়ী এবং চারবারের জাতীয় চ্যাম্পিয়ন। বিওএ’র নির্দেশনা ছিল দু’বেলা অনুশীলন করার। কিন্তু একবেলা অনুশীলন করায় রুমীকে বাদ দিয়েছে ফেডারেশন। মঙ্গলবার সকালে নারী দলের বাছাই শেষে বিকেলে টিটি ক্যাম্পে ঘটে অনাকাক্সিক্ষত ঘটনা। সামান্য কথা কাটাকাটি থেকে এদিন মারামরিতে লিপ্ত হন রুমী ও জাতীয় দলের আরেক তারকা সোনম সুলতানা সোমা। এদিকে বিওএ’র উপ-মহাসচিব ও ট্রেনিং এ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির কো-চেয়ারম্যান আশিকুর রহমান মিকু বলেছেন, ‘টিটির সমস্যা যদি ফেডারেশনের কর্তৃপক্ষ মেটাতে না পারে তাহলে আসন্ন নেপাল সাউথ এশিয়ান গেমসে আমাদের এই ডিসিপ্লিনটি বাদ দেয়া ছাড়া উপায় নেই’। মানস চৌধুরী ও সালেহা সেতুর লিগ্যাল নোটিসের জবাব দু’দিনের মধ্যে দেয়ার কথা ছিল। কিন্তু ফেডারেশন তিন সপ্তাহ সময় নিয়েছে। তাছাড়া রুমী ও সোমার মধ্যে মারামারির ঘটনা নিয়ে এই দু’খেলোয়াড়কে শুক্রবার তলব করেছে ফেডারেশন। তাদের মুখ থেকে ঘটনা সম্পর্কে জানতে চাইবে ফেডারেশন। এরপর তাদের সতর্ক করে দেয়া হবে। ভবিষ্যতে এমন ঘটনার জন্ম দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
×