ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চায়না ওপেনে জয়ের ধারা অব্যাহত রাখলেন বিয়াঙ্কা

শেষ আটে আন্দ্রেস্কু-ওসাকা

প্রকাশিত: ১২:০৪, ৪ অক্টোবর ২০১৯

শেষ আটে আন্দ্রেস্কু-ওসাকা

স্পোর্টস রিপোর্টার ॥ চায়না ওপেনের জয়ের ধারাবাহিকতা ধরে রাখলেন বিয়াঙ্কা আন্দ্রেস্কু। টানা তিন জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি। বৃহস্পতিবার শেষ ষোলোর ম্যাচে কানাডিয়ান টেনিসের এই প্রতিভাবান খেলোয়াড় সরাসরি সেটে হারিয়েছেন জেনিফার ব্র্যাডিকে। ৬-১ এবং ৬-৩ সেটে। কানাডিয়ান তারকা ছাড়াও এদিন চায়না ওপেনের শেষ ষোলোর বাধা অতিক্রম করেছেন জাপানের নাওমি ওসাকা, ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি এবং রাশিয়ার দারিয়া কাসাতকিনা। বিশ্ব টেনিসে এখন দাপট দেখাচ্ছেন তরুণ খেলোয়াড়রা। এই তালিকায় সবার ওপরে বিয়াঙ্কা আন্দ্রেস্কুর নাম। টেনিস কোর্টে অসাধারণ পারফর্ম করছেন তিনি। সম্প্রতি টানা দুটি টুর্নামেন্টের ফাইনাল জয়ের স্বাদ পেয়েছেন ১৯ বছরের এই তরুণী। ওপেন যুগে কানাডার প্রথম খেলোয়াড় হিসেবে রজার্স কাপে চ্যাম্পিয়ন হন তিনি। রজার্স কাপের পর ইউএস ওপেনেও বাজিমাত করেন আন্দ্রেস্কু। শিরোপার লড়াইয়ে সেরেনা উইলিয়ামসকে পরাজিত করে ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপার দেখা পান তিনি। ইউএস ওপেন জয়ের পর সাময়িক বিশ্রামে ছিলেন কিছুটা সময়। তারপর চায়না ওপেন দিয়েই শুরু করেন নতুন মিশন। দাপট চলছে তার যথারীতি। জেনিফার ব্র্যাডিকে হারিয়ে চলতি বছরের ষষ্ঠ ডব্লিউটিএ পর্যায়ের টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করলেন বিয়াঙ্কা আন্দ্রেস্কু। তবে কোয়ার্টার ফাইনালেই অগ্নিপরীক্ষা দিতে হবে কানাডিয়ান তারকাকে। শেষ আটে যে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা নাওমি ওসাকার মুখোমুখি হবেন বিয়াঙ্কা আন্দ্রেস্কু। তবে পারফর্মেন্সের বিচারে কানাডিয়ান তারকা বেশ এগিয়ে। এ বছরে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ জন খেলোয়াড়ের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে তিনি ৮-০ ব্যবধানে এগিয়ে। আন্দ্রেস্কুর জেতা সবকটি ম্যাচই হার্ড-কোর্টে। নাওমি ওসাকাও এই মুহূর্তে ফর্মে রয়েছেন। চায়না ওপেনের শেষ ষোলোতে তিনি ৬-৪ এবং ৬-০ গেমে পরাজিত করেন ফর্মে থাকা এ্যালিসন রিস্ককে। সেই সঙ্গে টানা সাত ম্যাচ জয়ের স্বাদ পান তিনি। আমেরিকান তারকাকে হারিয়ে দারুণ খুশি ওসাকা। ম্যাচের শেষে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘এরকম একটা ম্যাচ জয়ের পর আমি খুব খুশি। কেননা প্রথম সেটটা খুব কঠিন ছিল। তবে দ্বিতীয় সেটে তাকে আর তেমন সুযোগ দেইনি।’ চায়না ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ক্যারোলিন ওজনিয়াকি। এবারও ছুটছেন দুর্দান্ত গতিতে। বৃহস্পতিবার শেষ ষোলোর ম্যাচে তিনি ৭-৫ এবং ৬-৪ গেমে পরাজিত করেন ক্যাটেরিনা সিনিয়াকোভাকে। সেই সঙ্গে টুর্নামেন্টে পঞ্চমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান। গত এক দশকেরও বেশি সময় ধরে বিশ্ব টেনিসের আলোচিত নাম ওজনিয়াকি। গত মৌসুমে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পান তিনি অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা উঁচিয়ে ধরে। তবে পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেননি ড্যানিশ এই টেনিস তারকা। তারপরও হাল ছাড়েননি তিনি। চলতি মৌসুমের শেষটা সাজাতে চান নিজের মতো করে। চায়না ওপেনের কোয়ার্টার ফাইনালের টিকেট কাটার পর তিনি বলেন, ‘রিস্কের বিপক্ষে ম্যাচে আমি আক্রমণাত্মক খেলেছি। প্রচুর বল মোভ করার চেষ্টা করেছি। আমি মনে করি বেশিরভাগ সময়ই সফল হয়েছি। কিছু কিছু সময়ে সে সফল হয়েছে। তবে সবমিলিয়ে আমি ভাল খেলেছি বলে মনে করি।’
×