ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিপিএলে উজ্জ্বলতা ছড়াচ্ছেন সাকিব

প্রকাশিত: ১২:০২, ৪ অক্টোবর ২০১৯

সিপিএলে উজ্জ্বলতা ছড়াচ্ছেন সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল টি২০) সাকিব আল হাসান যোগ দেয়ার আগে বার্বাডোজ ট্রাইডেন্টস ৭ ম্যাচে ৩ জয় পেয়েছিল। ‘প্লে-অফে’ খেলাও নিশ্চিত করেনি। সাকিব দলে যোগ দিতেই বার্বাডোজ সাফল্যে ভাসতে শুরু করে দেয়। শেষ তিন ম্যাচের দুটিতেই জিতে বার্বাডোজ। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানেও উঠে যায়। সাকিব নিজেও উজ্জ্বলতা ছড়াতে থাকেন। ত্রিনবাগো নাইটরাইডার্সের বিরুদ্ধে ম্যাচটিতেই যেমন বল হাতে ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট শিকার করে নেন সাকিব। ব্যাট হাতে করেন ১৩ রান। বার্বাডোজ ৭ উইকেটে ম্যাচ জিতে। তাতে করে পয়েন্ট তালিকায় বৃহস্পতিবার পর্যন্ত ১০ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকে বার্বাডোজ। লীগপর্বের খেলা শেষ হয়েছে বার্বাডোজের। এবার ‘প্লে-অফে’ খেলতে নামার অপেক্ষা। ত্রিনিদাদের পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে হওয়া বার্বাডোজ-ত্রিনবাগো ম্যাচটিতে টস জিতে আগে ব্যাট করে ত্রিনবাগো। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান করে। জবাবে দুই বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে ১৩৫ রান করে বার্বাডোজ। দুই ম্যাচ আগে এই বার্বাডোজের কাছে হেরেছিল ত্রিনবাগো। হোম ম্যাচে প্রতিশোধ নেয়ার লক্ষ্যে হ্যারি গার্নির দুর্দান্ত পেসের সঙ্গে সাকিব ও হেইডেন ওয়ালশের স্পিনে সুবিধা করতে পারেনি ত্রিনবাগো। ম্যাচের প্রথম ওভারেই সাফল্য পান সাকিব। পঞ্চম বলে জিমি নিশামকে (১) ফিরতি ক্যাচে ফেরান। এই ধাক্কা ত্রিনবাগো কাটিয়ে ওঠে লেন্ডল সিমন্সের ব্যাটে। কিন্তু ওয়ালশ তার টানা দুই ওভারে দুটি উইকেট নিয়ে তাদের রানের গতি থামান। বিপজ্জনক হয়ে ওঠা সিমন্স ফিরে যান ৬০ রানে, ৪৫ বলে ৩ চার ও ৪ ছয়ের ঝড়ো ইনিংস খেলে। তাকেও থামান সাকিব। ত্রিনবাগো ওপেনারকে বোল্ড করেন তিনি। গার্নির নিয়ন্ত্রিত পেসে আর উঠে দাঁড়াতে পারেনি ত্রিনবাগো। ৪ ওভারে ১৪ রান দিয়ে দুটি উইকেট নেন তিনি। সাকিবও সমান উইকেট পান তার বোলিং কোটা পূরণ করে, রান দেন ২৫টি। দুটি উইকেট পেয়েছেন ওয়ালশও। জিততে ১৩৫ রানে লক্ষ্যে খেলতে নেমে চার্লসের সঙ্গে ৫৪ রানের জুটি গড়ে ফিরে যান এ্যালেক্স হেলস (৩৩)। দ্বিতীয় উইকেটে জুটি গড়েন সাকিব। তবে জুটিটা ২৫ রানের বেশি হয়নি। ১৪ বলে ১৩ রান করে নিশামের শিকার হন উইকেটের পেছনে থাকা দীনেশ রামদিনের ক্যাচ হয়ে। ইনিংস সেরা ৫৫ রান করে আউট হন চার্লস। ৪৭ বলে ৫ চার ও ২ ছয়ে তিনি ক্রিস জর্ডানের শিকার হন দলীয় ১১০ রানে। জেপি ডুমিনি ও এ্যাশলে নার্স ক্রিজে থেকে প্রয়োজনীয় রান তোলেন। ডুমিনি ১৮ ও নার্স ১০ রানে অপরাজিত ছিলেন। ইনজুরির জন্য গত মৌসুমে সিপিএল খেলা হয়নি বাংলাদেশ সেরা অলরাউন্ডার সাকিবের। এবার তিনি আবার সিপিএলে খেলছেন। বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলছেন সাকিব। ত্রিদেশীয় সিরিজ শেষে একমাস জাতীয় দলের কোন খেলা নেই। সামনেই নবেম্বরে ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে তিন টি২০ ও দুই টেস্ট ম্যাচের সিরিজ রয়েছে। এর আগে সাকিব প্রতিযোগিতামূলক সিপিএলে খেলছেন। তাতে সাকিব ও দলেরই লাভ হচ্ছে। সিপিএলে বার্বাডোজের হয়ে খেলতে নামার আগে খুব বেশি সুবিধাজনক স্থানে ছিল না দলটি। কিন্তু সাকিব যোগ দিয়ে ব্যাট-বলে নৈপুণ্য দেখাতে থাকেন। দলকেও জেতাতে থাকেন। তাতে করে এখন দল ‘প্লে-অফে’ও উঠে গেছে। সাকিব এবার সিপিএলে প্রথম ম্যাচেই ১৪ রান দিয়ে ১ উইকেট নেন ও ৩৮ রান করেন। দ্বিতীয় ম্যাচে ২০ রান দিয়ে এক উইকেট নেয়ার সঙ্গে ২২ রান করেন। তৃতীয় ম্যাচে বল হাতে বেশি উজ্জ্বল থাকেন। সিপিএলে উজ্জ্বলতা ছড়িয়েই চলেছেন সাকিব। সিপিএলে এর আগে ২০১৩ সালে প্রথম খেলেন সাকিব। বার্বাডোজ দলের হয়ে খেলেই সিপিএলে সাকিবের অভিষেক হয়। এই দলেই গত মৌসুমে খেলার কথা ছিল সাকিবের। কিন্তু চোটে খেলতে পারেননি। মাঝপথে ২০১৬ ও ২০১৭ সালের সিপিএলে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে খেলেন সাকিব। এবার বার্বাডোজের হয়ে খেলছেন। যে দলটিতে প্রথমবার খেলে একটি ম্যাচে যে সাকিব ৪ ওভার বোলিং করে ১ মেডেনসহ ৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন, সেটি এখনও সিপিএলে এক ম্যাচে সেরা বোলিং হয়ে আছে। এবারও সাকিব ঝলক দেখাচ্ছেন।
×