ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সুয়ারেজের সুপার নৈপুণ্যে জয় বার্সিলোনার

প্রকাশিত: ১২:০২, ৪ অক্টোবর ২০১৯

সুয়ারেজের সুপার নৈপুণ্যে জয় বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগে নিজেদের ৫২ বছরের ইতিহাসে সেরা শুরু করেছে ইন্টার মিলান। লীগের প্রথম ছয়টি ম্যাচই জিতে এককভাবে শীর্ষে আছে তারা। কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে সাফল্যের ধারাটা ধরে রাখতে পারেনি ইতালিয়ান ক্লাবটি। টানা দুই ম্যাচে জয়হীন থেকে গ্রুপপর্ব থেকেই বাদ পড়ার শঙ্কা সৃষ্টি হয়েছে এ্যান্টোনিও কন্টের দলের। ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ স্লাভিয়া প্রাগের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর বুধবার রাতে দ্বিতীয় ম্যাচে স্প্যানিশ পরাশক্তি বার্সিলোনার কাছে ২-১ গোলে হেরেছে ইন্টার মিলান। বার্সার মাঠ ন্যুক্যাম্পে অবশ্য শুরুটা দুর্দান্ত করেছিল অতিথিরা। ম্যাচের তৃতীয় মিনিটেই আর্জেন্টাইন ফুটবলার লটারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় ইন্টার। কিন্তু বিরতির পর লুইস সুয়ারেজের জোড়া গোলে ভর করে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। চোট কাটিয়ে এই ম্যাচে পুরো সময়ই খেলেছেন বার্সিলোনা অধিনায়ক লিওনেল মেসি। তবে উরুর চোটের কারণে ইন্টার পায়নি বেলজিয়াম তারকা রোমেলু লুকাকুকে। যার মাসুলও তাদের দিতে হয়েছে। গ্রুপের আরেক ম্যাচে চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাগেকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়ে শীর্ষে উঠেছে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। বরুশিয়ার হয়ে দু’টি গোলই করেন মরক্কোর ফুটবলার আচরাফ হাকিমি। ন্যুক্যাম্পে অধিনায়ক মেসি চোট কাটিয়ে ফেরায় বেশ উজ্জীবিত ছিল বার্সিলোনা। মৌসুমে এ নিয়ে মাত্র দ্বিতীয় ম্যাচে মূল একাদশে খেলতে নামেন বার্সা ডায়মন্ড। তবে শুরুতেই গোল হজম করে চিন্তায় পড়ে গিয়েছিল কাতালানরা। ম্যাচের ৬৭ শতাংশ বলের নিয়ন্ত্রণ বার্সার অধীনে থাকলেও ইন্টারই বেশি সুযোগ সৃষ্টি করেছিল। কিন্তু সুযোগ মিস করায় হার নিয়ে ফিরতে হয়েছে ইতালিয়ান ক্লাবটিকে। এ কারণে ম্যাচ শেষে বেশ হতাশা প্রকাশ করেন দলটির কোচ এ্যান্টোনিও কন্টে। তৃতীয় মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকের ভুল পজিশনের সুযোগে মার্টিনেজ গোল করে ইন্টারকে এগিয়ে নেন। এরপর প্রথমার্ধের প্রায় পুরো সময় গোল পরিশোধে চেষ্টা করেও সফল হতে পারেনি স্বাগতিকরা। অবশ্য বিরতির আগে ইন্টার বেশ কয়েকটি আক্রমণ চালায়। এর মধ্যে এ্যান্টোনিও কানড্রেভার গোল অফসাইডের কারণে বাতিল হলে হতাশ হতে হয় তাদের। এ ছাড়া নিকোলো বারেলার শট শেষ মুহূর্তে ক্লিয়ার করেন নেলসন সেমেডো। মার্টিনেজ ও এ্যালেক্সিস সানচেজকে রুখে দেন বার্সা মার্ক-আন্দ্রে টার স্টেগান। বিরতির পর সার্জিও বসকুয়েটের বদলে চিলিয়ান তারকা আর্টুরা ভিদাল মাঠে নামতেই বার্সার আক্রমণের ধার আরও বেড়ে যায়। ভিদালের সহযোগিতায় ৫৮ মিনিটে বার্সাকে সমতায় ফেরান সুয়ারেজ। এরপর ৮৪ মিনিটে ডানদিক থেকে মেসির পাসে সুয়ারেজ আরও এক গোল করে বার্সাকে স্বস্তির জয় পাইয়ে দেন। ম্যাচ শেষে উরুগুইয়ান তারকা সুয়ারেজ বলেন, এই তিন পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ ছিল। অনেক সময় দলকে গোল দিয়ে বা এ্যাসিস্ট করে সাহায্য করার সুযোগ আসে। তবে কখনও কখনও তা কাজে আসে না। তবে আমি সবসময়ই কঠোর পরিশ্রম করি। কঠিন মুহূর্তে কখনই ভেঙ্গে পড়ি না। ইন্টার কোচ এ্যান্টোনিও কন্টে হেরে ভীষণ হতাশ। তার মতে তার দলেরই জয় প্রাপ্য ছিল। কন্টে বলেন, পরাজয়টা আমাদের তিক্ত স্বাদ দিয়েছে। ফলাফলটা মোটেই প্রত্যাশিত ছিল না। আমাদের বুঝতে হবে ঠিক কোথায় বার্সিলোনা তাদের শক্তির জায়গাটা দেখাতে পেরেছে এবং কোথায় আমাদের ভুল ছিল। আমরা যেভাবে খেলেছি ও সুযোগ সৃষ্টি করেছি এরপরও হারতে হয়েছে। বার্সিলোনার চেয়ে জয়টা আমাদের বেশি প্রাপ্য ছিল। কিন্তু শেষ পর্যন্ত দারুণ কয়েকজন খেলোয়াড় ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। তবে বার্সিলোনাকে অভিনন্দন। সুয়ারেজ ও মেসিকে পেয়ে তাদের দলের চেহারাই পাল্টে গেছে। ইন্টার বস একটি পেনাল্টি না পাওয়ারও আপসোস করেন। বলেন, দ্বিতীয়ার্ধের খেলাটা আসলে পুরো ম্যাচটাকেই পাল্টে দিয়েছে। ৬৫ মিনিট পর্যন্ত আমরা সবকিছুরই জবাব দিয়েছি। এমনকি আমরা হয়তো একটি পেনাল্টিও পেতে পারতাম। কিন্তু এখন এসব বলে আর লাভ নেই।
×