ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

গুরু-শিষ্যের যুদ্ধ

প্রকাশিত: ১৩:৪৩, ৩ অক্টোবর ২০১৯

গুরু-শিষ্যের যুদ্ধ

বলিউডে এ্যাকশন ধাঁচের সিনেমা সময়ের পালাবদলে আগের চেয়ে অনেক আধুনিক এবং যুগোপযোগী হয়েছে। এক সময় হলিউডের এ্যাকশন থ্রিলার সিনেমার তুলনায় অনেকটাই পিছিয়ে ছিল বলিউডের এ্যাকশন সিনেমা। কিন্তু দর্শকদের রুচি ও চাহিদার কথা বিবেচনা করে বলিউডি চিত্র নির্মাতারা আজকাল চোখ ধাঁধানো, বুক কাঁপানো এ্যাকশন সিনেমা নির্মাণে চমক দেখাচ্ছেন। এখনকার বলিউডি এ্যাকশন সিনেমাগুলো অনেক বড় বাজেটে বিরাট আয়োজনে নির্মিত হচ্ছে। দর্শকদের জন্য দারুণ চমক হিসেবে থাকছে দেশ বিদেশের নানা বৈচিত্র্যময় লোকেশনে শূটিং, হলিউড, হংকং কিংবা কোরিয়ার এ্যাকশন সিনেমার বিখ্যাত কোরিওগ্রাফার এবং কলাকুশলীদের অংশগ্রহণ। সব মিলিয়ে ইদানীংকার ভারতীয় তথা বলিউডি ও দক্ষিণী এ্যাকশন সিনেমাগুলো নানাভাবে হলিউডের সঙ্গে পাল্লা দিচ্ছে। কয়েক সপ্তাহ আগে তেমনি এক দুর্দান্ত এ্যাকশন সিনেমা ‘সাহো’ বক্স অফিস কাঁপিয়েছে। যেখানে দর্শক এ্যাকশন থ্রিল সাসপেন্সের নতুন অভিজ্ঞতা অর্জন করেছেন। আগামী দিনগুলোতে হিন্দী সিনেমায় এ্যাকশন নতুন মাত্রা লাভ করবেÑ ধারণা করা যায়। সম্প্রতি আরেকটি বলিউডি এ্যাকশন সিনেমা ‘ওয়ার’ রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। গতকাল ২ অক্টোবর মুক্তি পেয়েছে এ ছবিটি। কিছু দিন আগে ‘ওয়ার’ ছবির টিজার এবং ট্রেলার ইউটিউবে রিলিজ হওয়ার পর দর্শক মনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। বলিউডে বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এ ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। ‘ওয়ার’ ছবির বড় আকর্ষণ ঋত্বিক রোশান এবং টাইগার ¯্রফ। দুই প্রজন্মের এই দুই অভিনেতা বলিউডে এ্যাকশন এবং ড্যান্সিং হিরো হিসেবে আরও আগেই দর্শক মন জয় করে নিয়েছেন বিপুলভাবে। তাদের উভয়ের পর্দা উপস্থিতি দৈহিক গড়ন, চেহারায়, অভিনয়ে, পারফরমেন্সে, ড্যান্সিং স্টাইলে এক ধরনের সাদৃশ্য খুঁজে ফেরেন সবাই। দু’জনের মধ্যে অনেক কিছুতে মিল খুঁজে পেলেও হৃত্বিক কিংবা টাইগার রুপালি পর্দায় স্বকীয়তায় অনন্য উজ্জ্বলই বলা যায়। এটা দর্শক সমালোচক সবাই একবাক্যে স্বীকার করেন। একই ছবিতে প্রথমবারের মতো এক সঙ্গে পরস্পরে মুখোমুখি হয়েছেন হৃত্বিক ও টাইগার। পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত এক গুরু ও শিষ্যের টানটান উত্তেজনাপূর্ণ গল্পের চিত্ররূপ ‘ওয়ার’ ছবিতে এ্যাকশন থ্রিল সাসপেন্সের নানা চমক রয়েছে। যা দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত আবিষ্ট কররে বলা যায়। হৃত্বিক রোশানের একজন অনুসারী এবং ডাইহার্ড ফ্যান টাইগার ¯্রফ সেই কিশোর বয়স থেকে। ‘আমি তার অভিনীত ছবি দেখে প্রতিরাতে ঘুমোতে যেতাম। রাতে শুয়ে শুয়ে তার নাচের স্টেপগুলো নিয়ে ভাবতাম। সকালে ঘুম থেকে উঠে সেই নাচের স্টেপগুলো নতুনভাবে সৃষ্টি করতে প্রাকটিস করতাম। আমি যখন একই ছবিতে এক সঙ্গে কাজ করার প্রস্তাব পাই তখন মনে হয়েছিল ব্যাপারটা স্বপ্নের মতো। ‘ওয়ার’ ছবিতে বেশ কিছু দৃশ্যে আমি হৃত্বিক রোশানের নির্দেশনায় কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেছি, বলেন টাইগার ¯্রফ। আবার ওদিকে হৃত্বিক রোশান তার সঙ্গে টাইগার ¯্রফের বেশ অনেক কিছুতে মিল থাকার ব্যাপারটি উল্লেখ করে বলেছেন, এক সময় টাইগার আমাকে অনুসরণ করত এরপর তাকে দেখেছি পর্দায়। তার কাজ আমাকে আকৃষ্ট এবং আলোড়িত করেছে। এখন আমি তার সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে আরও চৌকস করে তুলতে চেষ্টা করছি।’ ইয়াশ রাজ ফিল্মসের ‘ধুম টু’ ছবিতে হৃত্বিক প্রতিনায়কের চিরত্রে অভিনয় করেছিলেন ১৩ বছর আগে। এই ব্যানারের নতুন কোন সিনেমায় আবার তিনি অভিনয় করছেন দীর্ঘ সময় পরে। পরিচালক সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বলিউডি সিনেমা ‘ব্যাং ব্যাং’-এ অভিনয় করেছিলেন তিনি। একই পরিচালকের আরেকটি নতুন এ্যাকশন ছবিতে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর চিত্রনাট্য পড়ে সমান্তরাল আরেকটি চরিত্রে টাইগার ¯্রফ থাকার কথা শুনে উচ্ছ্বসিত হন ঋত্বিক। তখন পরিচালক সিদ্ধার্থ আনন্দ টাইগারকে নেয়ার ব্যাপারে স্থির সিদ্ধান্তে পৌঁছান। তার মনে সংশয় ছিল হৃত্বিক হয়ত বাদসাধতে পারেন টাইগারের ব্যাপারে। ‘ওয়ার’ ছবিতে হৃত্বিকের সঙ্গে টাইগার না থাকলে এ ছবিটি হয়ত নির্মাণ করতেন না তিনি জানিয়েছেন সাম্প্রতিক এক সাক্ষাতকারে। ‘ওয়ার’ ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন ইয়াশ রাজ ফিল্মসের আবিষ্কার সুন্দরী অভিনেত্রী বাণী কাপুর। ইতোমধ্যে ‘ওয়ার’ ছবির ‘ঘুঙরু’ গানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
×