ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শাহজালালে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

প্রকাশিত: ১৩:২৪, ৩ অক্টোবর ২০১৯

শাহজালালে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস হাউস। বুধবার সন্ধ্যায় বিমানবন্দরে এই স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণের ওজন ২ কেজি ৪০০ গ্রাম। এছাড়াও ১০০টি বিদেশী মোবাইল উদ্ধার করা হয়। খবর বাংলা নিউজের। কাস্টমস হাউসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের ভেতরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করে। গ্রীন চ্যানেলে নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে সন্ধ্যা ৭টায় দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইট নং ইকে ৫৮৬ এর যাত্রী সাহাবুদ্দিন ও মনির আহমেদকে চ্যালেঞ্জ ও তল্লাশি করে তাদর বহন করা লাগেজের ভেতরে অভিনব কায়দায় তার আকারে সেটিং করা ২ কেজি ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এছাড়া অন্যান্য কয়েকটি ফ্লাইটের কয়েকজন যাত্রীকে তল্লাশি করে আরও ২০০ গ্রাম স্বর্ণ ও ১০০ পিস বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মোবাইল উদ্ধার করা হয়েছে। ঢাকা কাস্টমস হাউসের কমিশনার এম মোয়াজ্জেম হোসেন বলেন, উদ্ধারকৃত পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
×