ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রমিক অসন্তোষে জেনারেল মোটরস বন্ধ

প্রকাশিত: ১২:১১, ৩ অক্টোবর ২০১৯

শ্রমিক অসন্তোষে জেনারেল মোটরস বন্ধ

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা তিন সপ্তাহ আন্দোলনের পর যুক্তরাষ্ট্রের শ্রমিক সংগঠন ইউনাইটেড অটো ওয়ার্কার্সের সঙ্গে আলোচনা শুরু করেছে জেনারেল মোটরস। এতে কর্মী ছাঁটাই বন্ধসহ কয়েকটি দাবি তুলে ধরেন শ্রমিকদের সংগঠনটি। শ্রমিকদের স্বার্থ রক্ষায় শীঘ্র্রই নতুন চুক্তির প্রতিশ্রুতি দেয় জেনারেল মোটরস। কর্তৃপক্ষের সঙ্গে পারিশ্রমিক নির্ধারণ ও কর্মী ছাঁটাইসহ নানা ইস্যুতে বিরোধের কারণে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ধর্মঘট শুরু করে প্রতিষ্ঠানটির শ্রমিকরা। এতে অংশ নেয় প্রায় ৪৮ হাজার কর্মী। তাদের অভিযোগ, ২০০৯ সালের মন্দা থেকে উত্তরণে সরকারের দেয়া বিশেষ কর ছাড় সুবিধা ভোগ করছে জেনারেল মোটরস।
×