ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চেম্বারের নতুন পর্ষদের দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: ১২:০৯, ৩ অক্টোবর ২০১৯

চেম্বারের নতুন পর্ষদের দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ আনুষ্ঠানিকভাবে সিলেট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির ২০১৯-২১ সাল মেয়াদের পরিচালনা পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে আবু তাহের মোঃ শোয়েব, সিনিয়র সহ-সভাপতি পদে চন্দন সাহা, সহ-সভাপতি পদে তাহমিন আহমদ ও ১৯ জন পরিচালক দায়িত্ব গ্রহণ করেন। বুধবার দুপুর সাড়ে ১২টায় চেম্বার কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিলেট চেম্বারের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ বলেন, সিলেট চেম্বার অব কমার্স সিলেটের ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী সংগঠন। ব্যবসায়ীদের দাবি-দাওয়া সরকারের নিকট তুলে ধরতে চেম্বার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই চেম্বারের নির্বাচন সিলেটের ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সিলেট চেম্বারের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এবং আমি মনে করি আমরা শতভাগ সফল হয়েছি। নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি আবু তাহের মোঃ শোয়েব বলেন, সিলেটের ব্যবসায়ী সমাজ আমাদের নির্বাচিত করে যে আস্থা দেখিয়েছেন, কাজের মাধ্যমে তার প্রতিদান দিতে আমরা সদা সচেষ্ট থাকব। তিনি বলেন, সিলেটের খাদিমনগর ও গোটাটিকরে অবস্থিত দুটি বিসিক শিল্প নগরীতে কোন প্লট খালি না থাকায় অনেক উদ্যোক্তা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারছেন না। এর ফলে সিলেটের শিল্পায়ন বাধাগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, আমি ইতোপূর্বে এ ব্যাপারে শিল্প মন্ত্রণালয় ও সিলেট চেম্বারের প্রশাসকের সঙ্গে আলোচনা করে সিলেটে নতুন শিল্প নগরী স্থাপনের লক্ষ্যে চেম্বারের পক্ষ থেকে একটি আবেদনপত্র মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করেছি। যার প্রেক্ষিতে আগামীতে সিলেটে ১০০ একর জমি নিয়ে সিলেট মাল্টি সেক্টরাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের পরিকল্পনা বর্তমান সরকার গ্রহণ করেছেন।
×