ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশে শেখ হাসিনার কোন বিকল্প নেই পূর্তমন্ত্রী

প্রকাশিত: ১১:২২, ২ অক্টোবর ২০১৯

বাংলাদেশে শেখ হাসিনার কোন বিকল্প নেই পূর্তমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১ অক্টোবর ॥ গৃহায়ন ও গণগূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আমাদের সমাজ ব্যবস্থায় অশুভ শক্তি তারাই, যারা এ দেশকে সম্প্রদায়িকতার দেশ বানাতে চায়, লুণ্ঠন করতে চায়, দুর্নীতি করতে চায়, মাদক নিয়ে ব্যবসা করতে চায়। তিনি আরও বলেন, বর্তমানে দেশে যে দুর্গতি, সে দুর্গতি নাশ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার যেমন কোন বিকল্প নেই, তেমনি বাংলাদেশেও তার কোন বিকল্প নেই। বিএনপি-জামায়াতের শাসনামলে নেতাকর্মীদের দিয়ে বহু নারীর সম্ভ্রম নষ্ট করা হয়েছে। এদেশের অনেক হিন্দুরা এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে গেছেন। তাদের বাড়ি-ঘর দখল করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির ভাঙ্গা হয়েছে। মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ছোটখাটো বিরোধ থাকবে, বাসায় ভাইবোন, বাবা-মায়ের মধ্যেও বিরোধ থাকে। তবে সেই বিরোধটা যেন কখনও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করে। মঙ্গলবার নাজিরপুর উপজেলা কৃষি ইনস্টিটিউট প্রশিক্ষণ হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে ১১৮টি মন্দিরে আর্থিক সহায়তামূলক চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেবেকা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার, হায়াতুল ইসলাম খান, উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার। এদিকে মন্ত্রী বিকেলে পিরোজপুর সার্কিট হাউসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পরিষদ ও মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ৭৭টি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার, হায়াতুল ইসলাম খান, জেলা চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। পরে মন্ত্রী সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে ডায়াবেটিক সমিতি আয়োজিত সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে দেয়া উপজেলার সদর মন্দিরের জন্য ১০ হাজার টাকা ও বাকি উপজেলার ১১৭টি মন্দিরের প্রত্যেকটিতে ১ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করেন। এ ছাড়া প্রতি মন্দিরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি মন্দিরের জন্য ৫শ’ কেজি করে চাল বিতরণ করা হয়।
×