ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোটি টাকার মূর্তি উদ্ধার

প্রকাশিত: ০৯:৩১, ২ অক্টোবর ২০১৯

কোটি টাকার মূর্তি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১ অক্টোবর ॥ মান্দায় টাস্কফোর্সের অভিযানে কোটি টাকা মূল্যের দুটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের কালীগ্রাম পশ্চিমপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে ময়েজ উদ্দিনের বাড়ি থেকে মূর্তি দুটি উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে অভিযান চালানো হয়। এ সময় তার মাটির বাড়ির দোতলা ঘরে তল্লাশি চালিয়ে দুটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তি দুটির মূল্য আনুমানিক এক কোটি টাকা। শীতলক্ষ্যায় অবৈধ স্থাপনা উচ্ছেদ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১ অক্টোবর ॥ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়া সত্ত্বেও নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত রেখেছে বিআইডব্লিউটিএয়ের নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় রূপগঞ্জ উপজেলায় কাঞ্চন সেতুর পূর্বপাড়ে দাউদপুর ইউনিয়নের লক্ষ্যা শিমুলিয়া এলাকায় অভিযান শুরু করা হয়। বিকেল ৩টা পর্যন্ত এসএসবি, এনএসটিবি, বিএবি নামের ৩টি ইটভাঁটির বর্ধিত অংশ, একটি মুরগির খামারের বর্ধিতাংশ, ৫টি ড্রেজার পাইপ, ৫টি দেয়াল, ২টি বাঁশের জেটি, ৫টি টিনেরঘরসহ ২৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
×