ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কটিয়াদীতে বাসচাপায় আইনজীবী নিহত ॥ প্রতিবাদ

প্রকাশিত: ০৯:৩১, ২ অক্টোবর ২০১৯

কটিয়াদীতে বাসচাপায় আইনজীবী নিহত ॥ প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১ অক্টোবর ॥ জেলার কটিয়াদীতে বাসচাপায় শাহেন শাহ (৩২) নামে এক আইনজীবী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি উপজেলার বনগ্রাম ঘিলাকান্দি গ্রামের ফারুক আজমের ছেলে এবং কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য। মঙ্গলবার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কটিয়াদীর আচমিতা মধ্যপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে এ্যাডভোকেট শাহেন শাহ মোটরসাইকেলে কিশোরগঞ্জ কোর্টে যাচ্ছিলেন। পথিমধ্যে মধ্যপাড়ায় অনন্যা সুপারের একটি যাত্রীবাহী বাস তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাবাসী বাসটিতে ভাংচুর ও আগুন দেয়ার চেষ্টা করেন এবং মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলে কটিয়াদী থানা ও হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অপরদিকে আইনজীবী শাহান শাহর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জেলা জজকোর্টে আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অনেকে ঘটনাস্থলে ছুটে যান। পরে আদালতে কর্মবিরতি পালন করে বিকেলে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে শাহান শাহ’র মৃত্যুর প্রতিবাদে শত শত আইনজীবী মানববন্ধন কর্মসূচী পালন করেন। এ সময় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্পেশাল পিপি এমএ আফজল, জেলা আইনজীবী সমিতির সভাপতি মিয়া মোহাম্মদ ফেরদৌস, সাধারণ সম্পাদক শহীদুল আলম সহীদ প্রমুখ। নওগাঁয় মোটরসাইকেল আরোহী নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ মিলন চন্দ্র (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শহরের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলনের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুুর উপজেলার বেড়ামাকাল গ্রামের পরিমল চন্দ্রের ছেলে। স্থানীয়রা জানান, সান্তাহার থেকে নওগাঁর মহাদেবপুরে যাওয়ার পথে বাইপাস এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসী ট্রাকের চালক নুর ইসলাম ও ঘাতক ট্রাকটি আটক করে রাখে। আটক নুর ইসলামের বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত সামসুল হুদার ছেলে।
×