ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে বাড়িতে ঢুকে গৃহকর্তাকে খুন

প্রকাশিত: ০৯:৩০, ২ অক্টোবর ২০১৯

গাজীপুরে বাড়িতে ঢুকে গৃহকর্তাকে খুন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গেট ভেঙ্গে বাড়িতে ঢুকে গৃহকর্তাকে খুন করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় নিহতের স্ত্রী ও ছেলে আহত হয়েছে। দুর্বৃত্তরা ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও টাকাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। নিহতের নাম আব্দুর রউফ ওরফে রউফ মাদবর (৬২)। জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের দক্ষিণ সালনা এলাকার আব্দুর রউফ কৃষি কাজ করতেন। সোমবার রাত আড়াইটার দিকে মুখোশ পরিহিত ১০/১২ জনের একদল দুর্বৃত্ত আব্দুর রউফের বাড়িতে হানা দেয়। এর আগে দুর্বৃত্তরা প্রতিবেশীদের ঘরের দরজা বাইর থেকে আটকে দেয়। তারা রউফের বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে রউফের ছেলে, পুত্রবধূ ও এক নাতনির হাত-পা ও মুখ বেঁধে মারধর করে। টের পেয়ে তাদের বাঁচাতে পাশের ঘর থেকে এগিয়ে এলে দুর্বৃত্তরা রউফকেও আটক করে মারধর করতে থাকে। একপর্যায়ে দুর্বৃত্তরা রউফের গলা টিপে ও বালিশ দিয়ে চেপে ধরে শ^াসরোধ করে। এতে ঘটনাস্থলেই গৃহকর্তা রউফ মারা যান। এ সময় স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে দুর্বৃত্তরা রউফের স্ত্রী মাজেদা বেগমকে মারধর করে এবং ছেলের সঙ্গে একই কক্ষে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে ফেলে রাখে। পরে দুর্বৃত্তরা ওই বাড়ি থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার ও টাকাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে পালিয়ে যায়। জয়পুরহাটে দুই শিশুর লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট থেকে জানান, পাঁচবিবিতে দুই শিশুকন্যার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পাঁচবিবি উপজেলার পূর্ব উঁচনা গ্রামের একটি পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত দুজন হলো পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের রুবেল হোসেনের মেয়ে মরিয়ম আক্তার (৫) ও মোকলেছার রহমানের মেয়ে মুনিরা পারভীন (৭)। পাঁচবিবি থানার ভারপ্্রাপ্ত কর্মকর্ত মনসুর রহমান জানান, আপন চাচাত বোন মরিয়ম আক্তার ও মুনিরা পারভীন সোমবার বিকেলে উপজেলার পূর্ব উঁচনা গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেন। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা একটি পুকুরে দুই শিশুর মৃতদেহ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্র্ট পেলে শিশু দুটির মৃত্যুর কারণ জানা যাবে বলে ওসি জানান। কক্সবাজারে গুলিবিদ্ধ লাশ স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, মৃতদেহের পরিচয় খুঁজছে পুলিশ। রামু থানাধীন হিমছড়ি মেরিন ড্রাইভ সড়কে মঙ্গলবার সকালে এক অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। দুপুরে হিমছড়ি পুলিশ ফাঁড়ির দক্ষিণে মাহারছড়া ব্রিজের পাশে ৪০ বছর বয়স্ক অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া গেছে। সিলেটে যুবক স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, গোয়াইনঘাটের গোয়াইন নদীতে নিখোঁজ হওয়ার তিনদিন পর যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় গোয়াইনঘাট লঞ্চঘাটের অদূরে ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত যুবকের নাম মোঃ আব্দুল হক। সে নবগঠিত পশ্চিম আলীরগাও ইউনিয়নের পূর্ণানগর উত্তর কল্লগ্রামের প্রয়াত কুদরত উল্লাহর ছেলে। শুক্রবার রাতে নৌকাযোগে মাছ ধরার সময় গোয়াইন নদীর বল্লাঢর এলাকা থেকে সে নিখোঁজ হয়। কলাপাড়ায় নববধূ নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, পৌর শহরের চিংগুড়িয়া এলাকায় মিতা ম-ল (১৮) নামে এক নববধূর ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করেছে। সোমবার রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ওই নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কলাপাড়া থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। জানা গেছে, তিন মাস আগে খুলনার রূপসা থানার মিতা ম-লের সঙ্গে গোপালগঞ্জ জেলার গৌতম ম-লের বিয়ে হয়। এ দম্পতি কলাপাড়া পৌর শহরের চিংগুড়িয়ায় থাকত। মিতা ম-লের স্বামী গৌতম ম-ল একটি বেসরকারী সংস্থায় চাকরি করে।
×