ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

জয়নালের আরেক ভবনের সন্ধান

প্রকাশিত: ০৯:২৮, ২ অক্টোবর ২০১৯

জয়নালের আরেক ভবনের সন্ধান

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১ অক্টোবর ॥ চট্টগ্রাম নির্বাচন অফিসে রোহিঙ্গাদের ভোটার ও এনআইডি কার্ড বানিয়ে দিয়ে বাঁশখালীর পৌরসদরের ৭নং ওয়ার্ডের আসকরিয়াপাড়া এলাকার জয়নাল আবেদীন জিরো থেকে হিরো বনে গেছেন। দিনে দিনে গড়েছেন কোটি টাকার সম্পদ। সেই সম্পদের ওপর ভর করে নিজ বাড়িতে ৫ তলা ভবনের নির্মাণ কাজ শেষ না হতেই পার্শ্ববর্তী ইউনিয়ন সরলের জালিয়াঘাটা গ্রামে শ্বশুরবাড়িতে আরও একটি নির্মাণাধীন দ্বিতল ভবনের সন্ধান পাওয়া গেছে। এদিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা পুলিশ অভিযুক্ত জয়নাল আবেদীন ও তার সহযোগীদের গ্রেফতার করে আদালতে হাজির করে জেল হাজতে প্রেরণ করেছে। বর্তমানে জয়নাল জেল হাজতে থাকলেও তার দেয়া অর্থে শ্বশুরবাড়িতে দ্বিতল ভবনের নির্মাণ করছে বলে স্থানীয়দের অভিযোগ। তাছাড়া চট্টগ্রাম নির্বাচন অফিসের অফিস সহকারী (পিওন) হিসেবে কর্মরত অবস্থায় রোহিঙ্গাদের এনআইডি কার্ড বানিয়ে দেয়ার পেছনে সাবেক নির্বাচন কমিশনের সচিব মোঃ জাকেরিয়ারও হাত রয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। এদিকে খুবই অল্প সময়ে টাকা ও সম্পদের পাহাড় গড়ে এলাকায় উচ্চ রাজপ্রাসাদ গড়ে তোলায় এলাকাবাসীর মধ্যে নানা গুঞ্জন চলছে। সরজমিনে মঙ্গলবার দুপুরে আসকরিয়াপাড়া ও সরলের জালিয়াঘাটা গ্রামে গিয়ে দেখা যায়, ৭ নম্বর ওয়ার্ডের আসকারিয়াপাড়ায় নতুন নতুন বাড়ি তৈরি হচ্ছে। এর মধ্যে ভোটার আইডি কার্ডে নাম সংশোধন করা মোঃ মোস্তফা আলী ও জয়নাল আবেদীনের সুসম্পর্কের কারণে একই স্থানে দু’জনে মিলে একই মালিক থেকে সাড়ে ৮ গ-া জমি ক্রয় করেন। সীমানা ঘেরা জায়গার পাশেই নির্বাচন অফিসের অফিস সহকারী জয়নাল আবেদীন গত দু’মাসেই মাটি পরীক্ষা করে পাইলিংয়ের মাধ্যমে ছয়তলা ভবনের চারতলার কাজ সম্পন্ন করেন। শ্রমিকরা দিনে রাতেই নির্মাণ কাজ করেছেন বলে জানান স্থানীয়রা। অপরদিকে সরলের জালিয়াঘাটা গ্রামে তার শ্বশুরবাড়িতে বাউন্ডারি ওয়ালসহ দ্বিতল ভবনের নির্মাণ কাজ চলছে। জানা গেছে, রোহিঙ্গাদের এনআইডি কার্ড জালিয়াতি করে বাঁশখালী পৌর সদরে জমি, বিলাসবহুল ভবন নির্মাণ, ব্যাংক ব্যালেন্সসহ অনেক সহায় সম্পত্তির মালিক হয়েছেন খুব কম সময়ে জয়নাল আবেদীন। বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আসকরিয়াপাড়ায় টিনসেট বাড়ি ছাড়াও বর্তমানে আসকরিয়া শাহ্্ মাজারের দক্ষিণে নতুন সাড়ে তিন গ-া জমির উপর তৈরি করা হচ্ছে ছয়তলার বিশাল অট্টালিকা ভবন। ইতোমধ্যেই চারতলা ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। বাঁশখালী পৌরসভায় রয়েছে ক্রয় করা জমি। তার রয়েছে বিভিন্ন ব্যাংকে নামে-বেনামে ব্যাংক এ্যাকাউন্ট। এছাড়াও উপজেলার সরল ইউপির ৭নং ওয়ার্ডে জালিয়াঘাটা গ্রামে তার শ্বশুর মোজাহের আহমদ চৌধুরীর বাড়িটিও দ্বিতল ভবনের নির্মাণ কাজ চলছে তারই অর্থে। ১৪ বছর পূর্বে অফিস সহকারী (পিওন) হিসেবে নির্বাচন কার্যালয়ে যোগদান করেন। বর্তমানে ডবলমুরিং থানার নির্বাচন কার্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত রয়েছেন। তার এই অবৈধ সম্পদ দেখভালের জন্য রাখা হয়েছে বাহাদুর নামের একজন লোকও। উল্লেখ্য, জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গা ভোটার ও এনআইডি কার্ড বানিয়ে দেয়ার অভিযোগে অভিযুক্ত জয়নাল আবেদীনকে গত ১৬ সেপ্টেম্বর রাতে এক মহিলাসহ গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতার হওয়া অন্যজন হলেন বিজয় দাস (২৬)। তিনি পটিয়ার ভাটিখাইন লালমোহন বাড়ির প্রয়াত হারাধন দাসের ছেলে। আরেকজন হলেন বিজয় দাসের বোন সীমা দাস ওরফে সুমাইয়া জাহান। গ্রেফতার হওয়ার পর তাদের বিরুদ্ধে দুটি মামলাও হয়েছে।
×