ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খুলনায় চাঁদাবাজির অভিযোগে ডিবির ৭ সদস্য সাসপেন্ড

প্রকাশিত: ০৯:২৭, ২ অক্টোবর ২০১৯

খুলনায় চাঁদাবাজির অভিযোগে ডিবির ৭ সদস্য সাসপেন্ড

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ পুলিশের গোয়েন্দা (ডিবি) পুলিশের ৪ এএসআইসহ ৭ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা পুলিশের প্রশাসনিক সিদ্ধান্তে সোমবার এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে। তবে অপর একটি সূত্র জানায়, চাঁদাবাজিসহ নানা অনিয়নের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া ডিবি পুলিশের সদস্যরা হলেন, এএসআই লুৎফর রহমান, কেএম হাসানুজ্জামান, শেখ সাইদুর রহমান ও গাজী সাজ্জাদুল ইসলাম এবং কনস্টেবল কামরুজ্জামান বিশ্বাস, জামিউল হাসান ও রুবেল শেখ। তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। জানা গেছে, চুকনগর বাজার এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় উল্লিখিত পুলিশ সদস্যরা। ওই প্রতিষ্ঠানের মালিকের ছেলেকে আটক করে তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে ৫ লাখ টাকা নিয়ে তাকে ছেড়ে দেয়। কিন্তু আরও ৫ লাখ টাকার দাবিতে হুমকি দিচ্ছিল তারা।
×