ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় বজ্রপাতে বাবা-মেয়েসহ আহত তিন

প্রকাশিত: ০৯:২৬, ২ অক্টোবর ২০১৯

কলাপাড়ায় বজ্রপাতে বাবা-মেয়েসহ আহত তিন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১ অক্টোবর ॥ বঙ্গোপসাগরে শেষ বয়ার কাছে মাছ শিকার শেষে কিনারে ফেরার পথে বজ্রপাতে জেলে আল আমিন (২৪) আহত হয়েছে। এ সময় ট্রলারে আরও নয় জেলে ছিল। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। আহত আল আমিনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রচ- বৃষ্টিতে ট্রলারের ইঞ্জিন রুমে ঘুমন্ত অবস্থায় বজ্রপাতের ঘটনা ঘটেছে। আল আমিন দগ্ধ হলেও আক্রান্ত হয়নি ট্রলারের অপর জেলেরা। একইদিন সকালে লতাচাপলী ইউনিয়নের মেলাপাড়া গ্রামে বজ্রপাতে দেলোয়ার হোসেন (৩৫) ও তার শিশু কন্যা মীম (৬) আহত হয়েছে। বাসা থেকে রাস্তায় বের হলে এ বজ্রপাতের ঘটনা ঘটেছে। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। খুলনায় সন্ত্রাসী ও ভূমিদস্যু ট্যারা মোস্ত গ্রেফতার স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সন্ত্রাসী, ভূমিদস্যু ও চাঁদাবাজ শেখ গোলাম মোস্তফা ওরফে ট্যারা মোস্তকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে লবনচরা থানা পুলিশ নগরীর লবনচরা বান্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে বান্দাবাজার এলাকার শেখ আবুল হোসেনের ছেলে। গ্রেফতারকৃত ট্যারা মোস্তর বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ২১টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, লবনচরা এলাকার মোক্তার হোসেন রোডের মৃত মনির হোসেন চৌধুরীর স্ত্রী স্বপ্না বেগম সোমবার ট্যারা মোস্তার বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণা মামলা করেন। এর প্রেক্ষিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে লবনচরা বান্দাবাজার এলাকা থেকে ট্যারা মোস্তকে গ্রেফতার করে। ওসি জানান, ট্যারা মোস্তর বিরুদ্ধে খুলনা সদর থানা, বটিয়াঘাটা, লবনচরা, রূপসা, ডুমুরিয়া থানায় ৭টি হত্যা, চাঁদাবাজি, অপহরণ, সরকারী কাজে বাঁধা প্রদান, বিস্ফোরক, হত্যা চেষ্টার অভিযোগ, দ্রুত বিচার আইন ও বিশেষ ক্ষমতা আইনে সর্বমোট ২১টি মামলা রয়েছে।
×