ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিইআরসির ই-লাইসেন্সিং কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: ০৯:২১, ২ অক্টোবর ২০১৯

বিইআরসির ই-লাইসেন্সিং কার্যক্রম উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্রাহকের সুবিধার্থে ই-লাইসেন্সিং কার্যক্রম উদ্বোধন করেছে। এখন থেকে বিইআরসি ওয়েবসাইটে গিয়ে লাইসেন্সের আবেদন করতে পারবেন উদ্যোক্তারা। সকল কাগজপত্র যাচাই বাছাই শেষে ১৫ দিনের মধ্যে আবেদনকারীর ইমেলে লাইসেন্স পৌঁছে দেবে বিইআরসি। মঙ্গলবার বিকেলে ১-৭ অক্টোবর পর্যন্ত ই-লাইসেন্সিং সেবা সপ্তাহ উদ্বোধন করেছে বিইআরসি। বিআরসি চেয়ারম্যান মনোয়ার ইসলাম সেবা সপ্তাহের উদ্বোধন করে বলেন, আবেদনকারী এর মধ্য দিয়ে ই-সেবার আওতায় এলো। এখন থেকে আবেদনকারীকে আর লাইসেন্সের আবেদন নিয়ে বিইআরসিতে আসতে হবে না। ঘরে বসেই ২৪ ঘণ্টা এই লাইসেন্সের আবেদন করতে পারবেন। এমনকি লাইসেন্স প্রদানের বিভিন্ন ধাপে কিভাবে কার্যক্রম অগ্রসর হচ্ছে তাও ঘরে বসেই দেখতে পারবেন উদ্যোক্তারা। তিনি বলেন, আমরা যখন বিইআরসিতে দায়িত্ব গ্রহণ করেছিলাম তখন এক হাজার ৩০০ মতো আবেদনকারীর লাইসেন্সের আবেদন জমা ছিল এখনও ৩০০ আবেদন জমা রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় আবেদনকারীর কাগজপত্রের ঘাটতির কারণে লাইসেন্স প্রদান করা যাচ্ছে না। নতুন এই পদ্ধতিতে আবেদনকারী অসম্পূর্ণ আবেদন জমাই দিতে পারবে না। অনুষ্ঠানে জানানো হয় ইতোপূর্বে যারা লাইসেন্স নিয়েছেন তারাও নতুন এই পদ্ধতিতে আবেদন করে নিজেদের তথ্য সংরক্ষণ করতে পারেন। লাইসেন্স নবায়নের সময় যা কাজে আসবে। এই পদ্ধতিতে আবেদনকারী ব্যাংক পে-অর্ডারে লাইসেন্সের ফি জমা দেবেন। তবে শীঘ্রই ইপেমেন্ট কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিইআরসি। উদ্বোধনী অনুষ্ঠানে বিইআরসির তরফ থেকে জানানো হয়, নতুন লাইসেন্সের জন্য আবেদনের পাশাপাশি সংশোধন এবং নবায়নের জন্য এই পদ্ধতিতে আবেদন করা যাবে।
×