ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাইট শেয়ারে প্রিমিয়াম কমানোর সিদ্ধান্ত আরএসআরএম স্টিলের

প্রকাশিত: ০৯:১৯, ২ অক্টোবর ২০১৯

রাইট শেয়ারে প্রিমিয়াম কমানোর সিদ্ধান্ত আরএসআরএম স্টিলের

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (আরএসআরএম স্টিল) রাইট শেয়ারে প্রিমিয়াম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি প্রতিটি শেয়ারের বিপরীতে ৫ টাকা প্রিমিয়াম নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। জানা যায়, বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ৫ টাকা প্রিমিয়ামে রাইট শেয়ার ইস্যু করা হবে। এক্ষেত্রে প্রতিটি রাইট শেয়ারের ইস্যুমূল্য হবে ১৫ টাকা। বিদ্যমান ২:৩ অনুপাতে অর্থাৎ ৩টি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার ইস্যু করা হবে। রাইট শেয়ার ইস্যুতে বিনিয়োগকারীদের সম্মতি নেয়ার জন্য আগামী ৯ অক্টোবর, বেলা ১১টায় শহীদ গলফ এ্যান্ড কান্ট্রি ক্লাব, পতেঙ্গা, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ সেপ্টেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার শেয়ার কিনবে মেঘনা লাইফের পরিচালক শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের এক কর্পোরেট পরিচালক ৩ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কর্পোরেট পরিচালক কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৩ লাখ ৩৫ হাজার ৬৫৩টি শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঘোষণাকৃত এই শেয়ার ক্রয় সম্পন্ন করবে কর্ণফুলি ইন্স্যুরেন্স। -অর্থনৈতিক রিপোর্টার
×