ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আদিল সিকিউরিটিজ ও পিপলস লিজিংয়ের পরিচালককে জরিমানা

প্রকাশিত: ০৯:১৭, ২ অক্টোবর ২০১৯

আদিল সিকিউরিটিজ ও পিপলস লিজিংয়ের পরিচালককে জরিমানা

অর্থনৈতিক রিপোর্টার ॥ সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় জরিমানা করা হয়েছে আদিল সিকিউরিটিজ লিমিটেডকে। মঙ্গলবারের সভায় বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) হাউজটিকে এক লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে পিপলস লিজিংয়ের উদ্যোক্তাদের বিধি বহির্ভূতভাবে শেয়ার বিক্রির কারণে জরিমানা করা হয়েছে। জানা গেছে, আদিল সিকিউরিটিজ হাউস তাদের কোম্পানির অনুমোদিত প্রতিনিধির নামে কাস্টমার ও বিও এ্যাকাউন্ট পরিচালনা করেছে যা অবৈধ। এটি ট্রেক রেগুলেশন এবং স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি এর বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া আদিল সিকিউরিটিজ লিমিটেড তাদের কোম্পানির একজন গ্রাহকের নামে একটি একক হিসাবের থেকে বেশি হিসাব পরিচালনা করে ডিপোজিটরি বিধিমালার লঙ্ঘন করেছে। কোম্পানির পরিচালককে মার্জিন সুবিধা প্রদান এবং গ্রাহকদের মার্জিন ঋণ চুক্তিপত্র না থাকা সত্ত্বেও ক্যাশ এ্যাকাউন্টে ঋণের সুবিধা প্রদান মার্জিন রুলস ভঙ্গ করেছে। কোম্পানির গ্রাহকদের সিকিউরিটিজ সংক্রান্ত রেকর্ড সঠিকভাবে পরিচালিত না করে ডিপোজিটরি বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন করেছে। এসব অনিয়ম করায় আদিল সিকিউরিটিজকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। অন্যদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং এ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের উদ্যোক্তা ড. মনোয়ার হোসেন ঘোষণা ছাড়া শেয়ার বিক্রি করেছে প্রমাণ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা। সভায় কোম্পানির এই উদ্যোক্তাকে ১ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সূত্র জানায়, ড. মনোয়ার হোসেন পূর্ব ঘোষণা ছাড়া এক লাখ ৫৮ হাজার ৫৩২টি শেয়ার বিক্রি করেছে। এর মাধ্যমে বিএসইসির জারি করা ২০১০ সালের ১৪ জুলাইয়ের একটি আইন লঙ্ঘন করেছে। আইন লঙ্ঘন করার দায়ে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
×