ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারতের সঙ্গে পাকিস্তান এখন যুদ্ধাবস্থায়

প্রকাশিত: ০৯:১৪, ২ অক্টোবর ২০১৯

ভারতের সঙ্গে পাকিস্তান এখন যুদ্ধাবস্থায়

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধান মাসুদ খান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভারতের সঙ্গে তার দেশ এখন যুদ্ধাবস্থায় রয়েছে। পরমাণু সমৃদ্ধ দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধ বেঁধে গেলে বদলে যেতে পারে পুরো আঞ্চলিক দৃশ্যপট। সোমবার নিউজউইককে দেয়া একান্ত সাক্ষাতকারে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের প্রধান মাসুদ খান এ কথা বলেন। মাসুদ খান বলেন, কাশ্মীর সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা অবনতি হচ্ছে। এর ফলে ভারত ও পাকিস্তান ক্রমেই পরমাণু যুদ্ধের দিকে এগুচ্ছে। তার মতে, দেশ দুটি পরমাণু যুদ্ধের পথে পা বাড়ালে বিশ্বের চেহারা পাল্টে যেতে পারে। পুরো কাশ্মীর উপত্যকা ভারতের অংশ জম্মু-কাশ্মীর ও পাকিস্তানের অংশ আজাদ জম্মু-কাশ্মীর নামে পরিচিত। কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তান প্রায়ই খ-যুদ্ধে জড়ায়। এ নিয়ে দেশ দুটি ইতোমধ্যে দু’বার যুদ্ধ করেছে। ৫ আগস্ট ভারত সরকার জম্মু-কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদার বিধান তুলে নেয়। পাকিস্তান এর কড়া নিন্দা জানায়। দেশটির প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মহলে বিষয়টি জোরালোভাবে তুলে ধরে। কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের বর্তমান অবস্থান এখন খাদের কিনারে পৌঁছেছে বলে মন্তব্য করেন মাসুদ খান। তিনি বলেন, আমরা কাশ্মীরের পাকিস্তান অংশের নিরাপত্তা জোরদার করেছি। কাশ্মীর নিয়ে ভারত কোন ধরনের আগ্রাসনমূলক ও দখলমূলক আচরণ করলে তা ভারত-পাকিস্তানকে যুদ্ধের দাঁড়প্রান্তে ঠেলে দেবে। তিনি বলেন, দেশ দুটি এখন এমনিতেই যুদ্ধাবস্থায় রয়েছে। তবে ভারত কোন আগ্রাসনমূলক আচরণ করলে তাতে পরিস্থিতি আরও তুঙ্গে উঠবে। পরিস্থিতি শুধু গুলি-বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না তা পরমাণু যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে। এভাবে এক পর্যায়ে এ অঞ্চল অশুভ রণক্ষেত্রে পরিণত হতে পারে। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের জাতিসংঘে দেয়া ভাষণে কাশ্মীর নিয়ে যুদ্ধের ইঙ্গিত দেয়ার পর মাসুদ খান এ কথা বলেন। কাশ্মীর নিয়ে ভারতীয় পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক সহায়তা কামনা করেন ইমরান। জাতিসংঘের এবারের অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীর প্রসঙ্গ এড়িয়ে যান। নয়াদিল্লী বরাবরই বলে আসছে যে, ইসলামাবাদ জঙ্গী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দেয়। মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, কাশ্মীর ইস্যুতে পাকিস্তান জঙ্গী তৈরি করে ভারতের জাতীয় নিরাপত্তাকে কার্যত হুমকির মুখে ফেলছে। তার এ কথার প্রেক্ষিতে মাসুদ খান বলেন, পাকিস্তানে জঙ্গী তৈরির কোন কারখানা নেই। ভারতের এই ধরনের অভিযোগ অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি বলেন, পাকিস্তানই এখন সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছে এবং এতে সফল হয়েছে। ভারতের এই ধরনের অভিযোগের কোন সত্যতা নেই। পরমাণু যুদ্ধের হুমকি প্রথমে ভারতের তরফ থেকেই এসেছে উল্লেখ করে মাসুদ খান বলেন, আমরা বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে চালাকি করছি না। কেননা, পরমাণু যুদ্ধের হুমকি প্রথমে ভারতই দিয়েছে। কাশ্মীর ইস্যুতে ভারত ইতোমধ্যে রেডলাইন অতিক্রম করেছে। বরং আমরা ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি। কারণ আমরা এই অঞ্চলকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চাই না। কাশ্মীরের জনগণের প্রকৃত অধিকার রক্ষায় পাকিস্তান প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করেন মাসুদ খান। -নিউজউইক
×