ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শহর উন্নয়নে ১২৭৫ কোটি টাকা ঋণ দেবে এডিবি

প্রকাশিত: ০৯:০৮, ১ অক্টোবর ২০১৯

শহর উন্নয়নে ১২৭৫ কোটি টাকা ঋণ দেবে এডিবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ শহর উন্নয়নে ‘সেকেন্ড সিটি রিজিওন ডেভলপমেন্ট প্রজেক্ট’ প্রকল্পের আওতায় ১২৭৫ কোটি টাকা ঋণ দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংকের মধ্যে এ সংক্রান্ত এক ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। চুক্তি শেষে মনোয়ার আহমেদ বলেন, এডিবি শুধু অবকাঠামো খাতেই নয়, বাংলাদেশের সামাজিক খাত উন্নয়নেরও অনেক সহায়তা দিয়ে যাচ্ছে। এ প্রকল্পের আওতায় শহরগুলোর মানুষের জীবনমান উন্নয়ন ঘটানো হবে। মনমোহন প্রকাশ বলেন, শহরগুলো দেশের জিডিপি প্রবৃদ্ধিও ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শহরের নাগরিকদের জীবনমান উন্নয়নে মাল্টিমোডার ট্রান্সপোর্ট প্রয়োজন। তাছাড়া শহরের জমি ব্যবহারের ক্ষেত্রে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন জরুরি। এ প্রকল্পটি টেকসই উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করতে কাজ করবে।
×