ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কার বিপক্ষে ৬৭ রানের জয় পেল পাকিস্তান

প্রকাশিত: ১৩:২১, ১ অক্টোবর ২০১৯

শ্রীলঙ্কার বিপক্ষে ৬৭ রানের জয় পেল পাকিস্তান

জনকণ্ঠ ডেস্ক ॥ সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬৭ রানের জয় পেয়েছে পাকিস্তান। করাচিতে সোমবার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৫ রান করে পাকিস্তান। ফলে শ্রীলঙ্কার সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ৩০৬ রান। কিন্তু ৪৬ ওভার ৫ বলে সব উইকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় শ্রীলঙ্কা। ফলে ৬৭ রানের জয় পায় সরফরাজ আহমেদের পাকিস্তান। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৯৬ রান করেন শেহান জয়সুরিয়া। এছাড়া দাসুন শানাকা ৬৮ এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩০ রান করেন। পাকিস্তানের পক্ষে উসমান শিনওয়ারি ৫১ রানের বিনিময়ে পাঁচটি উইকেট দখল করেন। এছাড়া শাদাব খান দুটি এবং মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ ও ইমাদ ওয়াসিম একটি করে উইকেট নেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন উসমান শিনওয়ারি। প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। আগামীকাল একই ভেন্যুতে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। -ক্রিকইনফো
×