ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দীর্ঘ এক দশক পর করাচীতে ক্রিকেট ফেরার ম্যাচ রঙ্গিন করে রাখলেন সেনসেশনাল পাকিস্তানী ব্যাটসম্যান

বাবর আজমের দুর্দান্ত সেঞ্চুরি

প্রকাশিত: ১২:১৯, ১ অক্টোবর ২০১৯

বাবর আজমের দুর্দান্ত সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে দীর্ঘ এক দশকে করাচীতে আন্তর্জাতিক ক্রিকেট প্রত্যাবর্তনের দিনটাকে স্মরণীয় করে রাখলেন বাবর আজম। শ্রীলঙ্কার বিপক্ষে বহুল আলোচিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সোমবার ১০৫ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১১৫ রানের দৃষ্টিনন্দন ইনিংস উপহার দেন ২৪ বছর বয়সী তুখোড় উইলোবাজ। অভিষেকের সাড়ে চার বছরে ১৫ হাফসেঞ্চুরি এবং ১০ সেঞ্চুরি হাঁকানোর পর ঘরের মাটিতে তিন অঙ্কের দেখা পেলেন বাবর। কারণটা অনুমেয়, দেশটিতে যে দশ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ‘প্রায়’ বিচ্ছিন্ন। সঙ্গে ফখর জামানের ৫৪, হারিস সোহেলের ৪০ এবং ইফতেখার আহমেদের অপরাজিত ৩২ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে টস জিতে ব্যাটিং নেয়া পাকিস্তান। অধিনায়ক সরফরাজ আহমেদ আউট হন ৮ রান করে। উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। একই ভেন্যুতে তৃতীয় ও শেষ ওয়ানডে বুধবার। এদিন কালো ‘আর্মব্যান্ড’ পরে মাঠে নামেন সফরকারী লঙ্কান ক্রিকেটাররা। এটি তারা করেছেন মূলত তাদের সাবেক টিম ম্যানেজার প্রয়াত মাইকেল ডি জয়সাকে শ্রদ্ধা জানাতে। রবিবার বিকেলে নিজের ৭৩তম জন্মদিনের ঠিক আগের দিন ইহলোকের মায়া ত্যাগ করেছেন এই ক্রিকেট সংগঠক। শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী এ্যাশলে ডি সিলভা বলেন, ‘জয়সার পরিবারকে এই শোকের মধ্যে গভীর সমবেদনা জানাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট। মাইকেল দারুণ একজন, খুবই ভাল মনের মানুষ ছিলেন। ক্রিকেটাঙ্গনে তার অভাব অনুভূত হবে।’
×