ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিনিয়রদের জন্য বিশেষ বিবেচনা, তবে...

প্রকাশিত: ১২:১৮, ১ অক্টোবর ২০১৯

সিনিয়রদের জন্য বিশেষ বিবেচনা, তবে...

স্পোর্টস রিপোর্টার ॥ এবার প্রথম শ্রেণীর ক্রিকেট আসর জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) ক্রিকেটারদের জন্য ফিটনেস টেস্টে স্কোরের লক্ষ্যমাত্রা ‘১১’ বেঁধে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু তুষার ইমরান, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ শরীফ, মোশাররফ রুবেলসহ অনেক সিনিয়র ক্রিকেটারের জন্য বিপ টেস্টে ১১ পাওয়া বেশ দুঃসাধ্য বিষয়। তবে সোমবার টুর্নামেন্ট কমিটির সঙ্গে মিটিংয়ের পর বিসিবির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়ে দিয়েছেন, লক্ষ্যমাত্রা ১১ দেয়া হয়েছে তবে নির্বাচকরা চাইলে কাউকে সুযোগ দিতে পারেন এবং তা তাদের এখতিয়ারেই আছে। এ বিষয়ে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার পরবর্তীতে বলেছেন, ‘যারা পেশাদার ক্রিকেটার ওদের ফিটনেস ঠিক রাখা উচিত। আমি এখানে বয়সের কথা বলব না, তবে যারা নিয়মিত পারফর্মার তারা যদি পার না করতে পারে তাহলে আমরা দেখব। এখানে কোন নির্ধারিত লক্ষ্য রাখব না। তবে সর্বনি¤œ মান আপনাকে রাখতে হবে। এটা ১০.৫ হতে পারে, ১০ হতে পারে বা ৯ হতে পারে। তা আমরা বলব না। পুরোপুরি আমাদের বিবেচনা। এখানে দাবি দাওয়ার কিছু নেই।’ অর্থাৎ তুষার, আশরাফুল, রাজ্জাকরা ১১ না পেলেও হয়ত এবারও খেলার সুযোগটা পেতেই চলেছেন।
×