ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায়ও ব্যর্থ সৌম্য মিরাজের অর্ধশতক

প্রকাশিত: ১২:১৮, ১ অক্টোবর ২০১৯

শ্রীলঙ্কায়ও ব্যর্থ সৌম্য মিরাজের অর্ধশতক

স্পোর্টস রিপোর্টার ॥ ধারাবাহিক ব্যর্থতার কারণে জাতীয় দল থেকে ছিটকে পড়েছিলেন। পরিবর্তে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে পাঠানো হয় বাঁহাতি ওপেনার সৌম্য সরকারকে। কিন্তু সেখানেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি। হাম্বানটোটায় প্রথম তিনদিনের ম্যাচে তিনি ব্যাট হাতে ৬ নম্বরে নেমে মাত্র ২৪ রানেই বিদায় নেন। তবে জাতীয় দল থেকে ছিটকে পড়া অফস্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ পেয়েছেন অর্ধশতক। প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের করা ৩৬০ রানের জবাবে অবশ্য দারুণ ব্যাট করেছে শ্রীলঙ্কা ‘এ’। সোমবার দ্বিতীয় দিনশেষে তারা মাত্র ২ উইকেটে ২০৪ রান তুলেছে। বল হাতেও মিরাজ ১ উইকেট নেন। আগের দিন মোহাম্মদ মিঠুনের ৯২ ও জহুরুল ইসলাম অমির ৯০ রানে ভর দিয়ে ৬ উইকেটে ২৭০ রান তুলেছিল বাংলাদেশ ‘এ’ দল। ৮ রানে সৌম্য ও ৭ রানে মিরাজ ব্যাট করছিলেন। তাই সংগ্রহটা অনেক বড় করার আশা ছিল সফরকারীদের। কিন্তু দ্বিতীয় দিন বেশিক্ষণ টিকতে পারেননি সৌম্য। জাতীয় দলের হয়ে ব্যাট হাতে রান খরা ভোগা এ বাঁহাতি সাজঘরে ফেরেন ২৪ রানেই। তবে মিরাজ দারুণ ব্যাট করেছেন। তিনি ১১৪ বলে ৭ চারে ৫৭ রান করার পর সাজঘরে ফিরলে আর বেশিদূর যায়নি বাংলাদেশের প্রথম ইনিংস। ৩৬০ রানেই শেষ হয়। স্বাগতিক দলের হয়ে আসিথা ফার্নান্দো ও রমেশ মেন্ডিস ৩টি করে উইকেট নেন। শ্রীলঙ্কা ‘এ’ দল ব্যাট করতে নেমে শুরুতেই পেসার এবাদত হোসেনের খপ্পরে একটি উইকেট খুঁইয়ে ফেলে। পাথুম নিশঙ্ক ১৪ রানে সাজঘরে ফেরেন। তবে দ্বিতীয় উইকেটে সঙ্গীথ কুরে ও কামিন্দু মেন্ডিস ১৬৫ রানের বিশাল জুটি গড়েন। কুরে সেঞ্চুরি হাঁকানোর পর তাকে সাজঘরে ফিরিয়ে ব্রেক থ্রু দেন মিরাজ। তিনি ১৫১ বলে ১৫ চারে ১০৪ রান করেছিলেন। আর কোন উইকেট না হারিয়েই দ্বিতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা। ২ উইকেটে তাদের সংগ্রহ ২০৪ রান। এখনও বাংলাদেশ ‘এ’ দল এগিয়ে ১৫৬ রানে। কামিন্দু ১৪১ বলে ৮ চারে ৭৯ ও অধিনায়ক আশান প্রিয়াঞ্জন ৫ রানে ব্যাট করছেন।
×