ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হতাশা ভোলার মিশন রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের

প্রকাশিত: ১২:১৭, ১ অক্টোবর ২০১৯

হতাশা ভোলার মিশন রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের

স্পোর্টস রিপোর্টার ॥ নিজেদের প্রথম ম্যাচে ফরাসী জায়ান্ট প্যারিস সেইন্ট-জার্মেইনের (পিএসজি) কাছে ৩-০ গোলে হেরে বিধ্বস্ত হয় রিয়াল মাদ্রিদ। প্যারিসের ওই দুঃসহ স্মৃতি ভুলে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের ২০১৯-২০ মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে স্প্যানিশ পরাশক্তিরা। আজ রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়ালের প্রতিপক্ষ বেলজিয়ামের ক্লাব ব্রুগে। শুরুর হতাশা ভুলে প্রথম জয়ের খোঁজে মাঠে নামতে যাচ্ছে জিনেদিন জিদানের দল। ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারের আতিথ্য নিচ্ছে প্রথম ম্যাচে নেইমারকে ছাড়াই দাপুটে জয় পাওয়া পিএসজি। ফরাসী লীগে দুর্দান্ত পারফর্মেন্স প্রদর্শন করে চলেছেন ব্রাজিলিয়ান তারকা। কিন্তু নিষেধাজ্ঞার কারণে তিনি আপাতত চ্যাম্পিয়ন্স লীগে খেলতে পারছেন না। ‘বি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে লন্ডনের টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে স্বাগতিক টটেনহ্যামের মুখোমুখি হচ্ছে জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখ। নিজেদের প্রথম ম্যাচে বেয়ার্ন ৩-০ গোলে সার্বিয়ার রেড স্টার বেলগ্রেডকে পরাজিত করে। তবে গ্রীসের ক্লাব অলিম্পিয়াকোসের মাঠে ২-২ গোলে ড্র করে আসরের বর্তমান রানার্সআপ টটেনহ্যাম। ‘সি’ গ্রুপে জয়ের ধারা ধরে রাখার মিশনে মাঠে নামছে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেব। নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে মিশন শুরু করা দল দুটিই আজ রাতে ইতিহাদ স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হচ্ছে। আর হার দিয়ে যাত্রা শুরু করা ইতালির আটালান্টা ও ইউক্রেনের শাখতার ডোনেস্ক মুখোমুখি হচ্ছে প্রথম জয়ের খোঁজে। ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। এ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে শেষ মিনিটে গোল হজম করে ২-২ গোলে ড্র করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। আজ রাতে ঘরের মাঠ তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনের বিরুদ্ধে প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামছে তুরিনের ওল্ডলেডিরা। গ্রুপের আরেক ম্যাচে মস্কোতে মুখোমুখি হচ্ছে রাশিয়ার লোকোমোটিভ মস্কো ও স্পেনের এ্যাটলেটিকো মাদ্রিদ। এদিকে বুধবার রাতে মাঠে নামবে বার্সিলোনা। ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই ধাক্কা খায় কাতালানরা। জার্মান ক্লাব বরুসিয়া ডর্র্টমুন্ডের মাঠে ড্র করে গোলশূন্য। দ্বিতীয় ম্যাচে তাদের জন্য আরও বড় পরীক্ষা। ঘরের মাঠে মাঠ ন্যুক্যাম্পে খেলা হলেও তাদের চ্যালেঞ্জ জানাচ্ছে ইতালিয়ান সিরি এ লীগে দুর্দান্ত ফর্মে থাকা ইন্টার মিলান। নিজেদের ক্লাব ইতিহাসে ৫২ বছরের মধ্যে সবচেয়ে ভাল শুরু করেছে ইন্টার। এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে প্রতিটিতেই জিতেছে কার্লো আনচেলোত্তির দল। ম্যাচটি খেলতে তাই মুখিয়ে আছেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি। চোটাক্রান্ত এই তারকা দলের হয়ে অনুশীলনও শুরু করেছেন। সোমবার তিনি সতীর্থদের সঙ্গে গা গরম করেছেন। গত মঙ্গলবার স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিরুদ্ধে ২-১ গোলে জেতা ম্যাচে কুঁচকিতে চোট পান মেসি। ওই ম্যাচের পর তার চোট গুরুতর কিছু নয় বলে জানান বার্সা কোচ আর্নেস্টো ভালভার্ডে। এর আগে গত ৫ আগস্ট নতুন মৌসুমে প্রথম অনুশীলনেই পায়ে চোট পেয়ে এক মাসের বেশি সময় বাইরে চলে যান মেসি। চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ও গ্রানাডার মাঠে লীগ ম্যাচে বদলি হিসেবে খেলার পর ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচেই প্রথম শুরুর একাদশে নেমেছিলেন তিনি। কিন্তু প্রথমার্ধে চোট পাওয়ায় দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে পারেননি ছয়বারে ফিফা বর্ষসেরা ফুটবলার। তবে ইন্টারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিকে পাওয়ার আশা করছেন বার্সা বস।
×